টি-টোয়েন্টি সিরিজে ওয়ানডের হতাশা ভুলতে চায় বাংলাদেশ
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে শেষ ম্যাচে জিতলেই ওয়ানডে বিশ্বকাপে সরাসরি খেলার সুযোগ পেতো বাংলাদেশের মেয়েরা। এমন সমীকরণের ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় হারতে হয়েছে নিগার সুলতানা জ্যোতিদের। সিরিজ জয়ের সুযোগ হাতছাড়ার পাশাপাশি সরাসরি বিশ্বকাপেও খেলা হচ্ছে না বাংলাদেশের। সেই হতাশার রেশ কাটতে না কাটতেই টি-টোয়েন্টি খেলতে নামতে হচ্ছে। জ্যোতির আশা অবশ্য, টি-টোয়েন্টিতে ভালো করে ওয়ানডের হতাশা কাটানো।