promotional_ad

৭ ভেন্যুতে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ, লর্ডসে ফাইনাল

ফাইল ছবি
২০২৬ সালের জুন-জুলাইয়ে ইংল্যান্ডের সাতটি ভেন্যুতে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হতে যাওয়া টুর্নামেন্টের ফাইনাল হবে ৫ জুলাই, লর্ডসে। এক বিবৃতিতে ১২ দলের ৩৩ ম্যাচের ও ২৪ দিনের টুর্নামেন্টের দিনক্ষণ চূড়ান্ত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

promotional_ad

লর্ডসে হওয়া এক অনুষ্ঠানে টুর্নামেন্টের দিনক্ষণ জানিয়েছেন আয়োজকরা। যদিও এখন পর্যন্ত নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের সূচি প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, শিগগিরই সূচি প্রকাশ করা হবে। লর্ডসের বাইরেও আরো ছয়টি ভেন্যুতে হবে বিশ্বকাপের ম্যাচগুলো।


আরো পড়ুন

ক্রিকেট থেকে বিরতিতে নিদা দার

২৫ এপ্রিল ২৫
পাকিস্তানের জার্সিতে নিদা দার, পিসিবি

লন্ডনের দ্য ওভালের সঙ্গে এজবাস্টন, ম্যানচেস্টারের ওল্ড ট্রাফোর্ড ক্রিকেট গ্রাউন্ড, হেডিংলি, সাউদাম্পটনের হ্যাম্পশায়ার বোল, ব্রিস্টলের কাউন্টি ক্রিকেট গ্রাউন্ডে হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। ১২ জুন শুরু হওয়া টুর্নামেন্টের ফাইনাল রাখা হয়েছে লর্ডসে, ৫ জুলাই।


promotional_ad

২০২৪ সালে সংযুক্ত আরব আমিরাতে হওয়া ১০ দলের টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হয়েছে নিউজিল্যান্ড। নিজেদের শিরোপা পুনরুদ্ধারে মাঠে নামবেন সোফি ডিভাইন-অ্যামিলিয়া কেরের মতো ক্রিকেটাররা। নিউজিল্যান্ডের পাশাপাশি স্বাগতিক হিসেবে বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে ইংল্যান্ড।


আরো পড়ুন

স্বপ্নের সঙ্গে হৃদয়ও ভেঙেছে জ্যোতি-জাহানারাদের

২০ আগস্ট ২৪
জাহানারা আলম (বামে), হাবিবুল বাশার (মাঝে) ও নিগার সুলতানা জ্যোতি (ডানে)

সবশেষ বিশ্বকাপেই নিজেদের জায়গা নিশ্চিত করেছে অস্ট্রেলিয়া, ভারত, সাউথ আফ্রিকা এবং ওয়েস্ট ইন্ডিজ। ২১ অক্টোবর পর্যন্ত র‌্যাঙ্কিংয়ের সেরা আটে থাকায় পাকিস্তান ও শ্রীলঙ্কাও সরাসরি বিশ্বকাপ খেলার টিকিট পেয়েছে। বাকি চারটা দল সুযোগ পাবে বাছাই পর্ব শেষে। এবারই প্রথম অনুষ্ঠিত হবে ১২ দলের নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ।


দুটি গ্রুপে ভাগ হয়েছে বিশ্বকাপ খেলবেন তারা। যেখানে প্রতিটি গ্রুপে রাখা হবে ছয়টি করে দল। প্রতি গ্রুপে পয়েন্ট টেবিলের সেরা দুইয়ে থাকা দল দুটি জায়গা করে নেবে সেমিফাইনালে। বাছাই পর্ব খেলে ইংল্যান্ড বিশ্বকাপে জায়গা করে নিতে হবে নিগার সুলতানা জ্যোতি-নাহিদা আক্তারদের বাংলাদেশকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball