promotional_ad

কোহলির সঙ্গে দ্বন্দ্বে কোনো অনুশোচনা নেই কনস্টাসের

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
স্যাম কনস্টাস, ক্রিকেট অস্ট্রেলিয়া
বোর্ডার-গাভাস্কার সিরিজের চতুর্থ টেস্ট দিয়ে সাদা পোশাকের ক্রিকেটে অভিষেক হয়েছে স্যাম কনস্টাসের। নিজের অভিষেক ইনিংসেই পেয়েছেন হাফ সেঞ্চুরির দেখা। দুই টেস্টে তার ব্যাট থেকে এসেছে মোটে ১১৩ রান। পারফরম্যান্স আহামরি না হলেও তার ব্যাটিংয়ের ধরন ও বিরাট কোহলি-জসপ্রিত বুমরাহদের সঙ্গে দ্বন্দ্বে জড়িয়ে আলোচনায় এসেছেন অস্ট্রেলিয়ার এই ক্রিকেটার।

promotional_ad

নিজের প্রথম ইনিংসেই ভারতীয় পেসার বুমরাহর ওপর চড়াও হয়েছিলেন কনস্টাস। এই পেসারকে ডাউন দ্য উইকেটে এসে চারও মেরেছিলেন তিনি। এ নিয়েই মূলত আলোচনায় মুখর ছিল সিরিজের শেষ দুই টেস্ট। কনস্টাস জানিয়েছেন তাকে মানুষ যেভাবেই দেখুক। নিজের চোখে তিনি স্রেফ আত্মবিশ্বাসী একজন ক্রিকেটার। 


আরো পড়ুন

১২৩ টেস্টের অভিজ্ঞতা নিয়ে ১২ বছর পর রঞ্জিতে কোহলি

৫ ঘন্টা আগে
অস্ট্রেলিয়ায় সময়টা ভালো কাটেনি বিরাট কোহলির,ফাইল ফটো

সম্প্রতি এক সাক্ষাৎকারে অস্ট্রেলিয়ার এই ওপেনার বলেছেন, ‘মাঠে সবাই আমাকে যে চোখে দেখে তা কৌতূহলোদ্দীপক। কেউ কেউ আমাকে অহংকারী মনে করেন, কিন্তু আমি নিজের দক্ষতার ভিত্তিতে স্রেফ আত্মবিশ্বাসী বলে মনে করি।’



promotional_ad

অস্ট্রেলিয়ার হয়ে খেলার অনুভূতির কথা জানিয়ে কনস্টাস আরও বলেন, ‘অবশ্যই স্বপ্ন সত্যি হয়েছে, দেশের প্রতিনিধিত্ব করতে পেরেছি। প্যাট কামিন্স, স্টিভ স্মিথদের পাশে দাঁড়িয়ে জাতীয় সংগীত গেয়েছি। আমার অবস্থাটা এমন ছিল যে ভেবেছি “আমি কি সত্যিই মাঠে ওসব করেছি?’”


মেলবোর্ন টেস্টে কোহলি ধাক্কা দিয়েছিলেন কনস্টাসকে। এ নিয়েও আলোচনা কম হয়নি। তবে কোহলির চোখে চোখ রেখে যেভাবে ১৯ বছর বয়সী এই ক্রিকেটার কথা বলেছেন তা বেশ আলোড়ন তুলেছিল। তবে এই ঘটনায় কোনো অনুশোচনা নেই কনস্টাসের। 



এই অজি ওপেনার বলেন, ‘না, আমার কোনো অনুশোচনা নেই। আমি এটা ভেবেই থাকতে চাই এবং ব্যাপারটা খুব বিশেষ কিছুও ছিল। মিথ্যা বলব না, অনেকবার (ভিডিও) দেখেছি। এমনকি নেটে যাওয়ার সময় ছোটরা এসে আমার ছবি তোলে, আমি সানন্দে অটোগ্রাফ দিই, সময়টা ক্রিকেটের বাইরেও দিই। কারণ, আমিও এক সময় ওদের মতো ছিলাম।’



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball