ধোনি এবং চেন্নাইকে কৃতজ্ঞতা জানিয়ে নতুন রোমাঞ্চের অপেক্ষায় পাথিরানা
আইপিএলের এবারের মৌসুমে যেন 'নতুন শুরু' হতে যাচ্ছে শ্রীলঙ্কার ফাস্ট বোলার মাথিশা পাথিরানার। নিলামে ১৮ কোটি রুপিতে তাকে দলে নিয়েছে কলকাতা নাইট রাইডার্স (কেকেআর)। ২৩ বছর বয়সী এই পেসারকে ঘিরে আগ্রহ থাকলেও সাবেক দল চেন্নাই সুপার কিংস (সিএসকে) তাকে ফেরাতে কোনো বিড করেনি।