শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে মালিঙ্গা-রাজাপাকশে, নেই পাথিরানা-মাদুশঙ্কা
চোট থেকে এখনো সেরে উঠতে না পারায় পাকিস্তান সফরে যাওয়া হচ্ছে না মাথিশা পাথিরানা। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের পাশাপাশি পাকিস্তান ও জিম্বাবুয়ে নিয়ে হতে যাওয়া ত্রিদেশীয় সিরিজেও শ্রীলঙ্কার স্কোয়াডে নেই। ডানহাতি পেসারের পরিবর্তনে শ্রীলঙ্কার টি-টোয়েন্টি দলে ডাক পেয়েছেন আসিথা ফার্নান্দো।