আইপিএল খেলা হচ্ছে না পেরি-সাদারল্যান্ডের
২০২৬ নারী আইপিএলের নিলামের আগে দুই কোটি রুপিতে এলিস পেরিকে রিটেইন করে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। তবে টুর্নামেন্টের আগামী আসরে খেলা হচ্ছে না অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডারের। পাশাপাশি দিল্লি ক্যাপিটালসের হয়ে আগামী মৌসুম খেলবেন না অ্যানাবেল সাদারল্যান্ডও। দুজনই ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেদের সরিয়ে নিয়েছেন।