কামিন্সের দুর্দান্ত বোলিংয়ের পর বৃষ্টি, বাদ পড়ল হায়দরাবাদ

ছবি: মাত্র ১৯ রান খরচায় তিন উইকেট নেন প্যাট কামিন্স , ফাইল ফটো

প্লে-অফের দৌড়ে দিল্লি বেশ ভালোভাবে থাকলেও হায়দরাবাদ এই ম্যাচের ফলাফলের মধ্য দিয়েই ছিটকে গেছে। ম্যাচটিতে টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ১৩৩ রান করেছে দিল্লি। প্যাট কামিন্সের অসাধারণ বোলিংয়ের সামনে এ দিন ১৫ রান তুলতেই তিন উইকেট হারায় দলটি।
১০ ম্যাচে ৬৯ উইকেট নিয়ে ইতিহাস গড়া স্পিনার এবার আইপিএলে
১৪ ঘন্টা আগে
ইনিংসের প্রথম বলেই শূন্য রানে ফিরে যান করুন নায়ার। প্রথম ওভারের মতো নিজের দ্বিতীয় ওভারের প্রথম বলেও উইকেট পান কামিন্স। হায়দরাবাদের অধিনায়ক তুলে নেন তিন রান করা ফাফ দু প্লেসিকে।
ঠিক একইভাবে নিজের তৃতীয় ওভারের প্রথম বলে আবারো উইকেট নেন কামিন্স। এবার তিনি ফেরান ১০ বলে আট রান করা অভিষেক পোরেলকে। কাকতালীয়ভাবে তিনবার কামিন্সের বলে ক্যাচ যায় উইকেটরক্ষক ইশান কিশানের মুঠোয়।

নারিন-রঘুবংশিদের নৈপুণ্যে কলকাতার দিল্লি জয়
৩০ এপ্রিল ২৫
দলীয় ২৬ রানে অক্ষর প্যাটেলকে (৬) বিদায় করেন হার্শাল প্যাটেল। মিড অফে কামিন্সকে ক্যাচ দেন অক্ষর। ২৯ রানের মধ্যে ফিরে যান লোকেশ রাহুলও। জয়দে উনাদকাটের বলে উইকেটরক্ষককে ক্যাচ দেন ১০ রান করা রাহুল।
নিয়মিত বিরতিতে উইকেট হারানো দলটি ষষ্ঠ উইকেট হারায় ৬২ রানে। ভিপরাজ নিগাম ১৮ রান করে ফিরে যান রানআউট হয়ে। মূলত ট্রিস্টান স্টাবসের ৩৬ বলে অপরাজিত ৪১ এবং প্রথম ইনিংসেই ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামা আশুতোষ শর্মার ২৬ বলে ৪১ রানের ইনিংসে ১২০ রানের গণ্ডি পার হয় দিল্লি।
শেষদিকে ৬৬ রানের জুটি গড়েন স্টাবস ও আশুতোষ। দিল্লির ইনিংস শেষ হওয়ার পরই বৃষ্টি নামে। এরপর লম্বা সময় ধরে বৃষ্টি হয়। বৃষ্টি থামলে মাঠ খেলার অনুপযোগী হিসেবে রায় দেন আম্পায়াররা। ফলে ম্যাচটি পরিত্যক্ত হয়।