আইপিএল খেলতে ভারতে ফিরছেন না স্টার্ক, বিপাকে দিল্লি

ফ্র্যাঞ্চাইজি লিগ
আইপিএল খেলতে ভারতে ফিরছেন না স্টার্ক, বিপাকে দিল্লি
দিল্লি ক্যাপিটালসের হয়ে ১১ ম্যাচে ১৪ উইকেট নিয়েছেন মিচেল স্টার্ক
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
পাঞ্জাব কিংস ও দিল্লি ক্যাপিটালসের ম্যাচ চলাকালীন আচমকা বন্ধ হয়ে ধর্মশালা স্টেডিয়ামের ফ্লাডলাইট। নিরাপত্তাজনিত কারণে প্রথম ইনিংস চলাকালীনই ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয় ভারত। যদিও নতুন সূচিতে পাঞ্জাব ও দিল্লির ম্যাচটি আবারও মাঠে গড়াবে। তবে সেই ম্যাচে খেলতে দেখা যাবে না মিচেল স্টার্ককে। এমনকি আইপিএলের বাকি অংশ খেলতে ভারতেই ফিরবেন না অস্ট্রেলিয়ার তারকা এই পেসার।

আইপিএল স্থগিত হওয়ার আগে দিল্লির হয়ে ১১ ম্যাচে ২৬.১৪ গড়ে ১৪ উইকেট নিয়েছেন স্টার্ক। চলতি আসরে দিল্লির জার্সিতে বাঁহাতি পেসারের চেয়ে বেশি উইকেট নিতে পারেননি আর কেউ। সেরা চারের দৌড়ে থাকায় টুর্নামেন্টের বাকি অংশে স্টার্কের না পাওয়ায় ভুগতে হতে পারে ফ্র্যাঞ্চাইজিটি। আগামী ১১ জুন লর্ডসে সাউথ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল খেলবে অস্ট্রেলিয়া।

সেই ম্যাচের সপ্তাহখানেক আগে আপাতত টি-টোয়েন্টি খেলতে চান না স্টার্ক। অস্ট্রেলিয়ার পেসারের না ফেরার অনিশ্চয়তা পাওয়া গেলেও ফাফ ডু প্লেসি ফিরবে কিনা সেটা জানে না দিল্লি। তবে আইপিএল খেলতে ভারতে ফিরেছেন ট্রিস্টিয়ান স্টাবস। যদিও দিল্লি প্লে-অফে উঠলে সাউথ আফ্রিকার ব্যাটারকে পাবে না। টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের প্রস্তুতি নিতে বোর্ডের ডাকে আইপিএলের গ্রুপ পর্বের ম্যাচ খেলেই দেশে ফিরবেন স্টাবস।

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টের বাকি অংশ খেলতে ভারতে ফিরছেন না জেইক ফ্রেজার-ম্যাকগার্কও। ব্যক্তিগত কারণ দেখিয়ে নিজেকে সরিয়ে নিয়েছেন তিনি। অস্ট্রেলিয়ার তরুণ ওপেনারের জায়গায় মুস্তাফিজুর রহমানকে দলে টেনেছে দিল্লি। যদিও তাকে পাওয়া নিয়েও খানিকটা শঙ্কা আছে। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বর্তমানে শারজাহতে আছেন মুস্তাফিজ।

আইপিএল খেলতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এনওসি চেয়ে আবেদন করেছেন বাঁহাতি এই পেসার। বিসিবি এখন পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্ত না নিলেও গুঞ্জন রয়েছে সংযুক্ত আরব আমিরাত সিরিজ শেষে ছেড়ে দেয়া হতে পারে তাকে। এমনটা হলে মুম্বাই ইন্ডিয়ান্স ও পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটি খেলতে পারবেন মুস্তাফিজ। যদিও দিল্লির চাওয়া বিসিবি যেন মুস্তাফিজকে তিন ম্যাচের জন্যই এনওসি দেয়।

৬ কোটি রুপিতে কেনা মুস্তাফিজকে গুজরাটের বিপক্ষে না পেলে আরও খানিকটা বিপাকে পড়বে দিল্লি। এদিকে আইপিএল খেলতে ভারতে ফিরেছেন অস্ট্রেলিয়ার প্যাট কামিন্স, ট্রাভিস হেড, মিচেল মার্শরা। তবে চোট থেকে সেরে উঠতে না পারায় রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জার্সিতে ফিরছেন না পেসার জশ হ্যাজেলউড।

আরো পড়ুন: মিচেল স্টার্ক