promotional_ad

নারিন-রঘুবংশিদের নৈপুণ্যে কলকাতার দিল্লি জয়

নারিন-রঘুবংশিদের নৈপুণ্যে কলকাতার দিল্লি জয়, ফাইল ফটো
দিল্লি ক্যাপিটালসকে ১৪ রানে হারিয়ে জয়ের ফিরল কলকাতা নাইট রাইডার্স। ব্যাটার এবং বোলারদের সম্মিলিত প্রচেষ্টায় তিন ম্যাচ পর জয় পেল আজিঙ্কা রাহানের দল। এই জয়ে ৯ পয়েন্ট নিয়ে তালিকার সপ্তম স্থানে উঠে এলো কলকাতা। সমান ১০ ম্যাচ খেলে ১২ পয়েন্ট নিয়ে তালিকার চতুর্থ স্থানে আছে দিল্লি।

promotional_ad

২০৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে দ্বিতীয় বলেই অভিশেক পোরেলের উইকেট হারায় দিল্লি। অনুকুল রয়ের বলে এক্সট্রা কাভারে ক্যাচ দিয়ে বিদায় নেন চার মেরে ইনিংস শুরু করা এই উইকেটরক্ষক ব্যাটার। পঞ্চম ওভারে ভৈরব অরোরা লেগ বিফোর উইকেটের ফাঁদে বিদায় করেন করুন নায়ারকে। ১৩ বলে ১৫ রান আসে এই ব্যাটারের ব্যাটে।


আরো পড়ুন

আইপিএলে যেকোনো দলই ৩০০ করতে পারে: রিঙ্কু

২৭ এপ্রিল ২৫
কলকাতার রিটেইন করা ক্রিকেটার রিঙ্কু সিং, ফাইল ফটো

পাওয়ার প্লে শেষ হতেই রানআউটের ফাঁদে পড়েন লোকেশ রাহুল। ইনফর্ম এই ব্যাটার পাঁচ বলে সাত রান করে বিদায় নিলে বিপদে পড়ে দিল্লি। একপাশ দিয়ে তখনও দলের রান বাড়াচ্ছিলেন ফাফ দু প্লেসি। পাওয়ার প্লে'তে তার কল্যাণেই ৫৮ রান তোলে দলটি।


দলের তিন উইকেট পড়ার পর অক্ষরের সঙ্গে ৭৬ রানের জুটিও গড়েন দু প্লেসি। কিন্তু ২৩ বলে ৪৩ রান করে অক্ষর নারিনের বলে ফিরে গেলে আবারো ম্যাচের ছন্দপতন হয়। ৪৫ বলে ৬২ রান করে নারিনকে উইকেট দেন দু প্লেসিও।


promotional_ad

শেষদিকে ভিপরাজ নিগাম ১৯ বলে ৩৮ রান করলে পরাজয়ের ব্যবধান কিছুটা কমায় দিল্লি। তবে ব্যাটারদের একটানা আউট হওয়ার ফলে রানরেট ক্রমশ বেড়ে যাচ্ছিল দলটির। শেষ পর্যন্ত ৯ উইকেটে ১৯০ রান করে থামে দিল্লি। কলকাতার হয়ে ২৯ রান খরচায় তিন উইকেট নেন নারিন। দুটি উইকেট নেন বরুণ চক্রবর্তী।


আরো পড়ুন

লক্ষ্ণৌকে হারিয়ে দিল্লির আটে ছয়

২২ এপ্রিল ২৫
বল হাতে ৪ উইকেট নিয়েছেন মুকেশ কুমার, বিসিসিআই

টস হেরে আগে ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ২০৪ রান করে কলকাতা। নাইট রাইডার্সের ব্যাটাররা প্রায় সকলেই দুই অঙ্কে পৌঁছালেও কেউই ইনিংস তেমন বড় করতে পারেননি। দলকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার রহমানউল্লাহ গুরবাজ এবং সুনীল নারিন। ২.৫ ওভারে ৪৮ রান তুলে ফেলেন এই দুজন।


এই জুটি ভাঙেন মিচেল স্টার্ক। তার বলে খোঁচা মেরে উইকেটরক্ষকের মুঠোয় ক্যাচ দেন ১২ বলে ২৬ রান করা গুরবাজ। সপ্তম ওভারে ভিপরাজ নিগামের বলে লেগ বিফোর উইকেটের শিকার হয়ে ফিরে যান ১৬ বলে ২৭ রান করা নারিন। ১৪ বলে ২৬ রান করা আজিঙ্কা রাহানেকে পরের ওভারেই লেগ বিফোর উইকেটের ফাঁদে ফেলেন অক্ষর প্যাটেল।


৯১ রানে তিন উইকেট হারানো দলটি পরবর্তী উইকেট হারায় ১১৩ রানে। পাঁচ বলে সাত রান করা ভেঙ্কাটেশ আইয়ারকেও ফেরান দিল্লির অধিনায়ক অক্ষর। এরপর ৬১ রানের জুটি গড়েন অঙ্গক্রিশ রঘুবংশি এবং রিঙ্কু সিং। ৩২ বলে ৪৪ রান করা রঘুবংশিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন দুশমন্থ চামিরা।


শেষদিকে রিঙ্কুর ২৫ বলে ৩৬ এবং আন্দ্রে রাসেলের ৯ বলে ১৭ রানের ইনিংসে দুইশ পার করে কলকাতা। রভম্যান পাওয়েল এ দিন ম্যাচ খেলার সুযোগ পান। পাঁচ বলে পাঁচ রান করে স্টার্কের বলে লেগ বিফোর উইকেটের শিকার হন তিনি। দিল্লির বোলারদের মধ্যে ৪৩ রান খরচায় তিন উইকেট নেন স্টার্ক, দুটি করে উইকেট নেন নিগাম এবং অক্ষর।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball