আইপিএলে পাওয়া চোটে পাকিস্তান সিরিজ শেষ মুস্তাফিজের

ছবি: দিল্লির জার্সিতে মুস্তাফিজুর রহমান

বাঁহাতি পেসারের বদলি হিসেবে খালেদ আহমেদকে দলে নিয়েছে বিসিবি। মুস্তাফিজের ছিটকে যাওয়ার বিষয়টি এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে বাংলাদেশের ক্রিকেট বোর্ড। তারকা পেসারের আঙুলের অবস্থা নিয়ে কথা বলেছেন জতীয় দলের ফিজিও দেলোয়ার হোসেন।
বড় জয় দিয়ে আইপিএল শেষ করল মুস্তাফিজের দিল্লি
২৫ মে ২৫
বিসিবির পাঠানো বিজ্ঞপ্তিতে তিনি বলেন, ‘গতকাল ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলার সময় মুস্তাফিজুর বাম হাতের থাম্বে ক্লিপ ফ্র্যাকচার হয়। এই আঘাত থেকে সেরে উঠতে তাকে বিশ্রাম ও রিহ্যাবিলিটেশনের প্রয়োজন।’

তিনি আরও যোগ করেন, ‘আমাদের বর্তমান মূল্যায়ন অনুযায়ী, আগামী দুই থেকে তিন সপ্তাহ তিনি মাঠের বাইরে থাকবেন। দুই সপ্তাহ পর আমরা তার সুস্থতার অগ্রগতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেব।’
ক্লাসেনের বিধ্বংসী সেঞ্চুরিতে বড় জয়ে আইপিএল শেষ করল হায়দরাবাদ
২ ঘন্টা আগে
মুস্তাফিজ আঙুলে চোট পেয়েছেন পাঞ্জাব কিংসের বিপক্ষে নিজের দ্বিতীয় ওভারের শেষ বলে। সেই বলে জস ইংলিসকে পিচড আপ ডেলিভারিতে পরাস্ত করতে চেয়েছিলেন মুস্তাফিজ। তবে সেই বলে ড্রাইভ করেন ইংলিস।
যদিও বল চলে যায় সোজা মুস্তাফিজের হাতে। ক্যাচ নিতে গিয়েও বলের গতির কারণে তা মুস্তাফিজের হাতে লেগে চলে যায় মিড অনের দিকে। এরপর মাঠের বাইরে চলে যান মুস্তাফিজ। তখনই ধারণা করা হচ্ছিল আঙুলের চোট গুরুতর হতে পারে মুস্তাফিজের।
যদিও এরপর আবারও মাঠে ফিরে নিজের কোটার বাকি দুই ওভার করেন মুস্তাফিজ। এদিন ৩৩ রানে ৩ উইকেট নিয়ে দিল্লির সফলতম বোলার ছিলেন মুস্তাফিজই। দিল্লি অবশ্য আরও আগে প্লে অফের দৌড় থেকে ছিটকে গেছে। এ কারণে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচটাই ছিল মুস্তাফিজের শেষ ম্যাচ।