
রংপুরের বিপক্ষে খুলনার ৩ রানের নাটকীয় জয়
হাড্ডাহাড্ডি লড়াইয়ে রংপুর বিভাগকে ৩ রানে নাটকীয়ভাবে হারিয়েছে খুলনা বিভাগ। এদিন আগে ব্যাটিংয়ে নেমে ৪ উইকেটে ১৪৯ রান করেছিল খুলনা। জবাবে নেমে রংপুর করতে পেরেছে ৬ উইকেটে ১৪৬। অথচ এক সময় মনে হচ্ছিল বড় ব্যধানেই জিততে যাচ্ছে রংপুর।