
ময়মনসিংহকে নিয়েই এনসিএল, শুরু ২৫ অক্টোবর
জাতীয় ক্রিকেট লিগের (এনসিএল) নতুন মৌসুমে অষ্টম দল হিসেবে কারা খেলবে—ময়মনসিংহ বিভাগ নাকি ঢাকা মেট্রো। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ঘোষণা দেয়ার পরও ঢাকা মেট্রোর আপত্তিতে ঝুলে ছিল সিদ্ধান্ত। শেষ পর্যন্ত ময়মনসিংহ বিভাগকে নিয়েই অনুষ্ঠিত হতে যাচ্ছে চারদিনের টুর্নামেন্টটি। ২৫ অক্টোবর থেকে শুরু হবে এনসিএল। বিষয়টি নিশ্চিত করেছে বিসিবি।