ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ইমন, চট্টগ্রামের বিপক্ষে ঢাকার দাপট

এনসিএল
ডাবল সেঞ্চুরির অপেক্ষায় ইমন, চট্টগ্রামের বিপক্ষে ঢাকার দাপট
সেঞ্চুরির পর আনিসুল হক ইমন, বিসিবি
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
মিরপুর শের ই বাংলা স্টেডিয়ামে ঢাকা বিভাগের বিপক্ষে লড়ছে চট্টগ্রাম বিভাগ। পুরো দিনে ঢাকার মাত্র দুটি উইকেট তুলে নিতে পেরেছেন চট্টগ্রামের বোলাররা। তাদের হতাশ করে ডাবল সেঞ্চুরির দ্বারপ্রান্তে আনিসুল ইসলাম ইমন। এই ওপেনার ২২৭ বলে ২৮৩ রান করে অপরাজিত আছেন।

শুরুতে আশিকুর রহমান চোট পেয়ে মাঠ ছেড়েছেন ২৭ রান করে। এরপর ফয়সাল আহমেদ ফিরে গেছেন ৯ রানে। জিসান আলম এদিন ৪ নম্বরে নেমে ব্যর্থ হয়েছেন। তার ব্যাট থেকে আসে মাত্র ২২ রান। এরপর মার্শাল আইয়ুবকে নিয়ে দিনের বাকি সময়টা ঢাকার ইনিংস টেনেছেন আনিসুল ইমন।

মার্শাল নিজেও তুলে নিয়েছেন সেঞ্চুরি। তিনি ১০৯ রান করে দিনের খেলা শেশ করেছেন। জোড়া সেঞ্চুরিতে ঢাকা ২ উইকেটে ৩৫৬ রান করেছে প্রথম দিনের খেলা শেষে। দ্বিতীয় দিন ডাবল সেঞ্চুরির অপেক্ষা নিয়ে মাঠে নামবেন আনিসুল ইমন। প্রথম ইনিংসেই বড় রানের বার্তা দিয়ে কিছুটা হলেও চট্টগ্রামকে চাপে ফেলেছে ঢাকা।

এদিকে বগুড়ায় প্রথম ইনিংসে বড় রান তুলে নিয়েছে খুলনা বিভাগ। দলটির হয়ে সর্বোচ্চ ৫৬ রান করেছেন ওপেনার সৌম্য সরকার। তারা ৯ উইকেটে ৩০২ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে। নাসির হোসেন একাই ৩ উইকেট তুলে নিয়েছেন। রংপুরের হয়ে মুকিদুল ইসলাম মুগ্ধ ও সোহেল রানা নিয়েছেন দুটি করে উইকেট।

জাতীয় ক্রিকেট লিগের পয়েন্ট টেবিলে শীর্ষে আছে সিলেট বিভাগ। তারা রাজশাহীর বিপক্ষে জয় পেলেই চ্যাম্পিয়ন হয়ে যাবে। এমন ম্যাচেই তিন তারকা পেসার জিয়াউর রহমান, ইবাদত হোসেন ও খালেদ আহমেদকে ছাড়াই খেলতে নেমেছে দলটি।

রাজশাহীতে শীর্ষ দল হিসেবে বরিশালের মুখোমুখি হয়েছে সিলেট বিভাগ। জিতলেই চ্যাম্পিয়ন এমন ম্যাচে তিন পেসার রেজাউর রহমান রাজা, ইবাদত হোসেন ও খালেদ আহমেদকে ছাড়াই খেলছে তারা। তবে তাদের অভাব বোধ করতে দেননি বাকি বোলাররা। তারা ২৬৯ রান তুলতেই বরিশালের ৯ উইকেট তুলে নিয়েছে।

সিলেটের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নিয়েছেন ডানহাতি পেসার মহিউদ্দিন তারেক, ২ উইকেট পেয়েছেন আবু জায়েদ রাহী। বরিশালের হয়ে সর্বোচ্চ ৬৩ রান এসেছে ওপেনার ইফতেখার হোসেনের ব্যাটে।

এদিকে দুই নম্বরে থাকা ময়মনসিংহ বিভাগও দাপট দেখিয়েছে এদিন। রাজশাহীকে তারা প্রথম ইনিংসে ২১৯ রানে অল আউট করে দিয়েছে। জবাবে খেলতে নেমে ২ উইকেটে ৭৩ রান তুলে দিনের খেলা শেষ করেছে তারা। খালেদ হাসান ৬০ বলে ২৮ ও আরিফুল ইসলাম ১৪ বলে ৫ রান দিনের খেলা শেষ করেছেন।

ময়মনসিংহকে বল হাতে পথ দেখিয়েছেন পেসার আবু হায়দার রনি। তিনি ৩ উইকেট নিয়েছেন। পাশাপাশি দুটি করে উইকেট আসাদুল্লাহ হিল গালিব ও রাকিবুল হাসান। রাজশাহীর হয়ে সর্বোচ্চ ৮১ রানের ইনিংস খেলেছেন নাঈম আহমেদ। ম্যাচে ফিরতে ময়মনসিংহকে দ্রুত অল আউটের বিকল্প নেই রাজশাহীর সামনে।

আরো পড়ুন: এনসিএল