
তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয়
সিলেটে দিনের প্রথম ম্যাচেই ছক্কার বৃষ্টি ঝরিয়েছেন অ্যালেক্স হেলস, সাইফ হাসান, জাকের আলী অনিক, অ্যারন জোন্সরা। বিপিএলের এক ম্যাচে রেকর্ড ৩১ ছক্কায় দেখা গেছে সিলেট স্ট্রাইকার্স ও রংপুর রাইডার্সের ম্যাচে। ২০৫ রানের লক্ষ্য রংপুর পেরিয়ে গেছে এক ওভার বাকি থাকতেই। সিলেটের উইকেট কতটা ভালো সেটা বুঝাতে হয়ত আর খুব বেশি পরিসংখ্যানের প্রয়োজন নেই।