promotional_ad

সাকিব-তামিম চ্যাম্পিয়নস ট্রফির জন্য ‘অ্যাভেইলেবল’: ফারুক

ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
তামিম ইকবাল (বামে), ফারুক আহমেদ (মাঝে), সাকিব আল হাসান (ডানে), ক্রিকফ্রেঞ্জি
ভারত-পাকিস্তানের নানা দ্বন্দ্বের পর অবশেষে হাইব্রিড মডেলে অনুষ্ঠিত হতে যাচ্ছে চ্যাম্পিয়ন্স ট্রফি। আগামী ফেব্রুয়ারিতে পাকিস্তানে আয়োজন হবে চ্যাম্পিয়ন্স ট্রফির বেশিরভাগ ম্যাচ। আর নিরপেক্ষ ভেন্যু হিসেবে ভারতের ম্যাচগুলো কোথায় আয়োজন করা হবে তা নিয়ে এখনও কোনো ঘোষণা আসেনি।

promotional_ad

বাংলাদেশ দলও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সেরেছে। এই টুর্নামেন্টের আগে বাংলাদেশের আর কোনো সিরিজ নেই। তবে এখনও নিশ্চিত হয়নি এই টুর্নামেন্টে খেলা হবে কিনা দুই তারকা ক্রিকেটার সাকিব আল হাসান ও তামিম ইকবালের।


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফির সূচি প্রকাশ, বাংলাদেশের প্রথম প্রতিপক্ষ ভারত

২৪ ডিসেম্বর ২৪
নিজেদের প্রথম ম্যাচে ভারতের বিপক্ষে খেলবে বাংলাদেশ

দীর্ঘদিন ধরেই আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিরতিতে তামিম। আর সাকিব আল হাসান রাজনৈতিক পট পরিবর্তনের পর থেকেই দেশের বাইরে। ভারত সিরিজের পর থেকে তাকেও জাতীয় দলের হয়ে খেলতে দেখা যায়নি। তবে শনিবার বিসিবির বোর্ড সভা শেষে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সাকিব-তামিম বিবেচনায় আছেন।



promotional_ad

বিষয়টি ব্যাখ্যা করে ফারুক বলেছেন, 'এখনো কোনো পলিসি নাই, যদি কোনো ক্রিকেটার রিটায়ারমেন্ট না করে থাকে আর যদি নির্বাচকরা মনে করেন তাকে দরকার, তাহলে নির্বাচক কমিটিকে তাদের সঙ্গে আলাপ করা দরকার।' তিনি আরও যোগ করেন, 'আমি তো একটা কথা বলে দিলাম যদি কোনো ক্রিকেটার অবসর না নিয়ে থাকে, অবশ্যই সে দল নির্বাচনের জন্য অ্যাভেইলেবল।'


আরো পড়ুন

চ্যাম্পিয়ন্স ট্রফিতে সাকিবকে পেতে চেষ্টা করবে বিসিবি

৩ জানুয়ারি ২৫
সাকিব আল হাসান, আইসিসি

সাকিব নিয়মিত ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেললেও তিনি বোলিংয়ের নিষেধাজ্ঞায় পড়েছেন। এই অলরাউন্ডার সর্বশেষ লঙ্কা টি-টেন টুর্নামেন্টে খেলেছেন। বোলিং করতে না পারলেও ব্যাট হাতে দারুণ সব ইনিংস খেলেছেন তিনি। আর তামিম চলমান এনসিএল টি-টোয়েন্টিতে খেলেছেন। ব্যাট হাতে সেঞ্চুরিও হাঁকিয়েছেন তিনি। তার এমন পারফরম্যান্সই আবার তার জাতীয় দলের দরজা খুলে দিতে পারে। 



সাকিব প্রসঙ্গে ফারুক আহমেদ বলেছেন, 'সাকিবের ইস্যুটা পুরোপুরি ভিন্ন বিষয়। এটা নতুন করে কিছু নয়। সবশেষ আমরা ওয়েস্ট ইন্ডিজে যে খেলেছি, ও মানসিক অবস্থায় ছিল না তাই যেতে পারেনি। এখন সাকিব আসলে বলবে যে বিপিএল খেলবে কী... আমি আসলে ওর অবস্থা বলতে পারব না। আমার কাছে কোনো আপডেট নেই সাকিবের ব্যাপারে।'



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball