তামিমের অপরাজিত ৮৬, বরিশালের সহজ জয়
ছবি: ফরচুন বরিশালকে জিতিয়ে মাঠ ছেড়েছেন মুশফিকুর রহিম (বামে), তামিম ইকবাল (ডানে), ক্রিকফ্রেঞ্জি
এমন উইকেটে যেমন ব্যাটিং প্রয়োজন পাওয়ার প্লেতে সেটাই করেছিলেন দুর্বার রাজশাহীর ব্যাটাররা। তবে সময় যত বেড়েছে রানের চাকায় যেন ততোই জ্যামে পড়েছেন এনামুল হক বিজয়রা। ফাহিম আশরাফ ও শাহীন শাহ আফ্রিদির বিপক্ষে যেন পেরেই উঠতে পারছিলেন না বিজয়, রায়ান বার্লরা। শেষ ৫ ওভারে এসেছে তাই মাত্রই ৩৫ রান। ভালো শুরুতে প্রথম ৬ ওভারে ৬০ রান তোলার পরও রাজশাহীকে তাই থামতে হয়েছে ১৬৮ রানে।
উইকেট বিবেচনায় লক্ষ্যটা খুব বেশি কঠিন হওয়ার কথা ছিল ফরচুন বরিশালের জন্য। সেটা কঠিন হতেও দেননি বর্তমান চ্যাম্পিয়নরা। সুযোগ কাজে লাগাতে না পারা প্রীতম কুমার ফিরলেও পাওয়ার প্লেতে ঝড় তোলেন কাইল মেয়ার্স ও তামিম ইকবাল। যদিও মেয়ার্স ফিরেছেন ১১ বলে ২৪ রান করে। তবে একপ্রান্তে ঠিকই রাজশাহী বোলারদের বিপক্ষে রান বের করছিলেন তামিমকে।
বরিশালকে ৭ উইকেটে জয় এনে দিয়ে বাঁহাতি ওপেনার অপরাজিত ছিলেন ৮৬ রানে। তাকে সঙ্গ দেয়া মুশফিকুর রহিমের ব্যাট থেকে এসেছে ৩৪ রান। এখন পর্যন্ত তিন ম্যাচের দুটিতে জয় পেয়েছে বরিশাল। দুটি জয়ই অবশ্য রাজশাহীর বিপক্ষেই। অপর দিকে চার ম্যাচ খেলা বিজয়ের রাজশাহী মাত্র একটি ম্যাচ জয় পেয়েছে। নিজেদের দ্বিতীয় ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে অনায়াসে হারিয়েছিল রাজশাহী।
সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে জয়ের জন্য ১৬৯ রান তাড়ায় শুরুটা ভালো হয়নি বরিশালের। সাবধানী ব্যাটিংয়ে ৩ ওভারে ১২ রানের বেশি তুলতে পারেননি প্রীতম ও তামিম। দ্রুত রান তোলার আশায় মোহর শেখ অন্তরের স্লোয়ার ডেলিভারিতে ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে উইকেট দেন প্রীতম। নাজমুল হোসেন শান্তর জায়গায় সুযোগ পেয়েও সেটা কাজে লাগাতে না পেরে ৩ রানে ফিরতে হয়েছে তাকে।
তিনে নেমে একেবারে শুরু থেকেই ঝড় তোলেন মেয়ার্স। রাজশাহীর বোলারদের উপর তাণ্ডব চালাতে থাকা বাঁহাতি ব্যাটারকেও ফিরিয়েছেন মোহরই। ডানহাতি মিডিয়াম পেসারের মিডল স্টাম্পের ডেলিভারিতে ব্যাট ও প্যাডের ফাঁক গলে আঘাত হানে স্টাম্পে। ১১ বলে ২৪ রান করা মেয়ার্সকে ফিরতে হয় বোল্ড হয়ে। তবে আগের মতোই আক্রমণাত্বক ব্যাটিং করে যাচ্ছিলেন তামিম। চারে নেমে আরও একবার ব্যর্থ হয়েছেন তাওহীদ হৃদয়।
জিসান আলমের ফুলটস ডেলিভারিতে ছক্কা মারতে গিয়ে ডিপ মিড উইকেটে ক্যাচ দিয়ে আউট হয়েছেন ১৩ রানে। হৃদয় ফেরার পর ২৮ বলে হাফ সেঞ্চুরি তুলে নেন তামিম। বরিশালের অধিনায়ক ও মুশফিক মিলে ম্যাচ শেষ করতে খুব বেশি সময় নেননি। ২.৩ ওভার বাকি থাকতেই জয় নিশ্চিত হয় বরিশালের। রাজশাহীর হয়ে দুটি উইকেট নিয়েছেন মোহর।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে রাজশাহীকে ভালো শুরুর আভাসই দিয়েছিলেন মোহাম্মদ হারিস ও জিসান। তাদের দুজনের জুটি বড় না হলেও দলকে আশা দেখিয়েছিলেন। সেটা ধরে রেখে পাওয়ার প্লেতে ১ উইকেটে ৬০ রান তোলে তারা। এমন শুরুর পরও রাজশাহী বড় পুঁজির দেখা পায়নি। সময় যত বেড়েছে রাজশাহীর রান তোলার গতি ততোই কমেছে। ৩৮ রান করা জিসান ফেরার পর ব্যাট হাতে ধুঁকেছেন বিজয় ও ইয়াসির।
টানা দুই ডাক মারার পর ব্যাটিংয়ে রানের দেখা পাওয়া জিসানকে ফিরিয়েছেন ফাহিম। শুরুতে রান করতে না পারলেও সময়ের সঙ্গে সঙ্গে নিজেকে মানিয়েছেন ইয়াসির। শাহীন আফ্রিদির বলে লেগ বিফোর উইকেট হয়ে ফেরার আগে ২৩ বলে ৩৭ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। তবে ধীরগতির ব্যাটিং থেকে বের হতে পারেননি বিজয়।
শাহীন আফ্রিদির বলে আউট হওয়ার আগে ১১১ স্ট্রাইক রেটে ৩৫ বলে ৩৯ রান করেছেন রাজশাহীর অধিনায়ক। শেষ দিকে রায়ান বার্ল ও আকবর আলীর প্রচেষ্টায় ১৬৮ রান তোলে তারা। আকবর অপরাজিত ছিলেন ১৫ রানে। এদিকে নিজেদের শেষ ৫ ওভারে মাত্র ৩৫ রান করেন রাজশাহীর ব্যাটাররা। বরিশালের হয়ে শাহীন আফ্রিদি দুটি আর একটি করে উইকেট নিয়েছেন ফাহিম ও তানভীর ইসলাম।
সংক্ষিপ্ত স্কোর-
দুর্বার রাজশাহী- ১৬৮/৪ (২০ ওভার) (হারিস ২২, জিসান ৩৮, বিজয় ৩৯, ইয়াসির ৩৭, আকবর ১৫*; আফ্রিদি ২/২০)
ফরচুন বরিশাল- ১৬৯/৩ (১৭.৩ ওভার) (প্রীতম ৩, তামিম ৮৬*, মেয়ার্স ২৪, হৃদয় ১৩, মুশফিক ৩৪*; মোহর ২/৩২)