
‘কোহলি-রোহিতকে ঘরোয়া ক্রিকেট খেলতে হবে’
অস্ট্রেলিয়া সফরের আগে ওয়ানডে দলের নেতৃত্ব হারিয়েছেন রোহিত শর্মা। টেস্ট এবং টি-টোয়েন্টি থেকে আগেই অবসর নেয়া ভারতের সাবেক অধিনায়ক ৫০ ওভারের ক্রিকেট কতদিন চালিয়ে যাবেন সেটার নিশ্চয়তা নেই। একই চিত্র বিরাট কোহলির ক্ষেত্রেও। শুধুমাত্র একটি ফরম্যাট খেলায় ২০২৭ বিশ্বকাপে দলে নিজেদের জায়গা ধরে রাখতে পারবেন কিনা সেটা নিয়ে সংশয় আছে অনেকের মনে। ফিটনেস ও পারফরম্যান্স ঠিক রাখতে চাই কোহলি ও রোহিতকে ঘরোয়া ক্রিকেট খেলা চালিয়ে যাওয়ার পরামর্শ দিলেন সৌরভ গাঙ্গুলি।