আইয়ারকে সব ফরম্যাটে দেখতে চান সৌরভ

ছবি: অভিষেকেই ৯৭ রানের অপরাজিত ইনিংস খেলেন শ্রেয়াস আইয়ার, ফাইল ফটো

ভারতের ওয়ানডে দলের নিয়মিত সদস্য হলেও টি-টোয়েন্টি দলে উপেক্ষিত আইয়ার। টেস্ট দলেও সেভাবে নিজেকে থিতু করে নিতে পারেননি তিনি। বিশেষ করে তার ব্যাটিংয়ের ধরন ভারতের টি-টোয়েন্টি দলে অন্যদের তুলনায় কতোটা উপযোগী সেটা নিয়েও হয়েছিল আলোচনা।
‘ইংল্যান্ড সফরে ইচ্ছেমতো ব্যাট চালানো যাবে না’, পান্তকে সৌরভ
১৮ মার্চ ২৫
তবে গতকাল আইয়ারের পাঁচটি চার এবং ৯টি ছক্কায় সাজানো ইনিংসকে আলাদাভাবে মূল্যায়ন করছেন সৌরভ। তার মতে টি-টোয়েন্টি এবং টেস্ট ফরম্যাটে নিয়মিত দলে নেয়া উচিত শ্রেয়াসকে।

তার ইনিংসের ভূয়সী প্রশংসা করে ভারতের সাবেক এই অধিনায়ক বলেন, 'গত এক বছরে শ্রেয়াস আইয়ার সবচেয়ে বেশি উন্নতি করেছে। ও সব ফরম্যাটের জন্য তৈরি। লেংথ নিয়ে কিছু সমস্যা থাকলেও সেটা কাটিয়ে উঠে যে ভাবে উন্নতি করেছে তা দেখে ভালো লাগছে।'
‘আমার সেঞ্চুরি নিয়ে ভেবো না’, শেষ ওভারে শশাঙ্ককে বলেছিলেন আইয়ার
২৬ মার্চ ২৫
শেষবারের আইপিএল নিলামে ২৬ কোটি ৭৫ লাখ রুপিতে আইয়ারকে দলে ভিড়িয়েছেন পাঞ্জাব কিংস। নতুন ফ্র্যাঞ্চাইজির সঙ্গে দ্রুত মানিয়ে নেয়ায় দারুণ খুশি আইয়ার।
দলটির নয়া অধিনায়ক ম্যাচের পর বলেন, 'দুর্দান্ত লাগছে। প্রথম ম্যাচে ৯৭ রান করা সব সময় কেকের উপর চেরির মতো। এর থেকে ভাল অনুভূতি আর হয় না। নতুন দলের সঙ্গে মানিয়ে নিয়ে এগিয়ে যাওয়া খুব দরকার ছিল। প্রথম বলে চার মারায় আত্মবিশ্বাস অনেক বেড়ে গিয়েছিল।'