ভারত-পাকিস্তানের মধ্যকার ম্যাচের দিন প্রায় একই সময়ে ম্যাচ ছিল ম্যানচেস্টার ডার্বি। মানে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির মধ্যকার ফুটবল ম্যাচ। পাকিস্তান-ভারতের ম্যাচ রেখে তিনি সেই ম্যাচই দেখতে বসে গিয়েছিলেন বলে জানিয়েছেন তিনি।
এই ম্যাচ নিয়ে গাঙ্গুলি বলেন, 'সত্যি বলতে মাঠে যা দেখেছি, তাতে অবাক হইনি। প্রথম ১৫ ওভারের পর তো এই খেলা বাদ দিয়ে ম্যানচেস্টার ইউনাইটেড ও ম্যানচেস্টার সিটির ম্যাচ দেখতে শুরু করেছি।' ভারতের সঙ্গে এমনকি আফগানিস্তানের ম্যাচ নিয়েও আগ্রহ আছে সৌরভের। কিন্তু পাকিস্তানের বিপক্ষে সেই উন্মাদনা পান না সৌরভ।
তিনি বলেন, 'আমি বরং ভারতের সঙ্গে অস্ট্রেলিয়া, সাউথ আফ্রিকা, নিউজিল্যান্ড, ইংল্যান্ড, শ্রীলঙ্কা, এমনকি আফগানিস্তানের লড়াই দেখব। আমার মনে হয় না, ভারত-পাকিস্তান ম্যাচে লড়াই বলে কিছু এখন আর আছে। আমরা ফুলিয়ে-ফাঁপিয়ে তুলে ধরি বটে, তবে গত পাঁচ বছরে প্রতিবারই সেটি গুঁড়িয়ে গেছে। এটা এখন একতরফা লড়াই।'
এই নিয়ে টি-টোয়েন্টি ক্রিকেটে দুই দলের মুখোমুখি লড়াইয়ে ১৪ ম্যাচের ১১টিতেই জিতেছে ভারত। সবশেষ পাঁচ ম্যাচে তাদের জয় চারটিতেই। তবে ওয়ানডে পরিসংখ্যানে এখনও এগিয়ে আছে পাকিস্তান। ৭৩ ম্যাচে জিতেছে পাকিস্তান। আর ভারত জিতেছে ৫৮ ম্যাচে। তবে সাম্প্রতিক সময়ে ভারতের কাছে যেন পাত্তাই পাচ্ছে না পাকিস্তান।
ভারত পাকিস্তান ম্যাচের উন্মাদনা নিয়ে সৌরভ আরও বলেন, 'ভারত ও পাকিস্তানের লড়াইয়ে এখন আর কোনো প্রতিদ্বন্দ্বিতা নেই। আমি সবসময় বলি, আমরা এখনও পাকিস্তানকে বিচার করি সেই ওয়াকার ইউনিস, ওয়াসিম আকরাম, জাভেদ মিয়াঁদাদ, সাঈদ আনোয়ারদের দিয়ে কিন্তু এখন পাকিস্তানের সেই অবস্থা নেই। এখন তো পুরোপুরি উল্টো। এখন পাকিস্তান কোনো তুলনাতেই আসে না (ভারতের সঙ্গে)। সম্মান রেখেই বলছি সেটা।'