তাইজুলকে টপকে আইসিসির নভেম্বর সেরা হার্মার
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
ভারতের বিপক্ষে সিরিজে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে নভেম্বরের আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ নির্বাচিত হয়েছেন সাউথ আফ্রিকার স্পিনার সাইমন হার্মার। প্রথমবারের মতো এই পুরস্কার জিতলেন ডানহাতি অফস্পিনার।
জয়ের মঞ্চ আগে থেকেই প্রস্তুত ছিল। শেষ দিনে সাউথ আফ্রিকার প্রয়োজন ছিল ৮ উইকেট আর ভারতের ৫২২ রান। টেস্ট ক্রিকেটের ইতিহাসই বলছে এমন লক্ষ্য পাড়ি দেয়া প্রায় অসম্ভব। হয়েছেও তাই। ভারত নিজেদের দ্বিতীয় ইনিংসে গুটিয়ে গেছে মাত্র ১৪০ রানে। আর তাতেই ৩০৮ রানের বিশাল জয়ে ভারতকে হোটাইটওয়াশ করার স্বাদ পেয়েছে প্রোটিয়ারা।
প্রথম ইনিংসে মাত্র ৭ রানের জন্য সেঞ্চুরি বঞ্চিত হয়েছিলেন মার্কো জানসেন। তিনিই এবার বল হাতে ৬ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন। তার বোলিং তাণ্ডবেই ভারতের প্রথম ইনিংস গুটিয়ে গেছে মাত্র ২০১ রানে। ফলে ২৮৮ রানের লিড নেয় প্রোটিয়ারা। ফলোঅনে পড়লেও ভারতকে আবারও ব্যাটিং করায়নি সাউথ আফ্রিকা।
আগের দিনই ভারতকে সতর্ক করে দিয়েছিলেন চেতেশ্বর পূজারা। ইডেন গার্ডেন্সের এই পিচে ১২০ রান তাড়া করাও চতুর্থ ইনিংসে কঠিন হতে পারে বলে মন্তব্য করেছিলেন তিনি। পূজারার কথাই শেষ পর্যন্ত সত্যি হয়েছে। দ্বিতীয় ইনিংসে সাউথ আফ্রিকা ১৫৩ রানে গুটিয়ে যাওয়ার পর ভারতের সামনে লক্ষ্য দাঁড়ায় মাত্র ১২৪ রানের।
প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার চেয়ে ১২২ রানে পিছিয়ে ছিল ভারত, হাতে ছিল ৯ উইকেট। কিন্তু মাত্র ছয় ঘণ্টার নাটকীয় ক্রিকেটে সবকিছু ওলট-পালট হয়ে যায়। শুভমান গিলের দল গুটিয়ে যায় মাত্র ১৮৯ রানে। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে সুবিধা করতে পারেনি প্রোটিয়ারাও। তারা দিন শেষ করেছে ৭ উইকেটে ৯৩ রান নিয়ে।
৭১ রানে পিছিয়ে থেকে ব্যাটিংয়ে নেমে তৃতীয় দিনের শেষ বিকেলেই ৪ উইকেট হারায় পাকিস্তান। চতুর্থ দিন সকালে ব্যাটিং করতে নেমেই পঞ্চম বলে হারায় বাবর আজমের উইকেট। পরবর্তীতে বেশিক্ষণ টিকতে পারেননি মোহাম্মদ রিজওয়ান, নোমান আলী, শাহীন শাহ আফ্রিদিরা। আগের দিনের সঙ্গে ৪৪ রান যোগ করে ১৩৮ রানে অল আউট হয় পাকিস্তান। ৬৮ রানের সহজ লক্ষ্য তাড়ায় ৮ উইকেটের জয় তুলে নেয় সাউথ আফ্রিকা। যার ফলে ২০০৭ সালের পর অর্থাৎ ১৮ বছর পর পাকিস্তানের মাটিতে টেস্ট জিতল সফরকারীরা।