এর ফলে ২৫ বছর পর ভারতের মাঠে টেস্ট সিরিজ জয়ের রেকর্ড গড়েছে টেম্বা বাভুমার দল। এর আগে হ্যান্সি ক্রনিয়ের নেতৃত্বে সর্বশেষ ভারতের বিপক্ষে সিরিজ জিতেছিল প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসসে ভারতকে দেড়শ করতে না দেয়ার পেছনে বড় ভূমিকা রেখেছেন স্পিনার সাইমন হার্মার।
তিনি মাত্র ৩৭ রানে ৬ উইকেট নিয়েছেন। কলকাতায় সিরিজের প্রথম টেস্টেও এই স্পিনারই ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছিলেন। সেই ম্যাচ জয়ের নায়কও ছিলেন তিনি। প্রোটিয়াদের হয়ে দুটি উইকেট নিয়েছেন কেশভ মহারাজ। বাকি দুই উইকেট নিয়েছেন মার্কো জানসেন ও সেনুরান মুত্থুস্বামী।
রবীন্দ্র জাদেজা ছাড়া আর কেউই দ্বিতীয় ইনিংসে ভালো করতে পারেননি। ৮৭ বলে ৫৪ রানের ইনিংস খেলেছেন জাদেজা। এ ছাড়া আর কেউই ১৬ রানের বেশি করতে পারেননি। দ্বিতীয় সর্বোচ্চ ১৬ রান এসেছে ওয়াশিংটন সুন্দরের ব্যাট থেকে। ১৪ রান করেছেন সাই সুদর্শন আর ১৩ রান এসেছে ঋষভ পান্তের ব্যাট থেকে।
এই ম্যাচের প্রথম ইনিংসে সাউথ আফ্রিকার ৪৮৯ রানের জবাবে মাত্র ২০১ রানে গুটিয়ে যায় ভারত। ৪৮ রানে ৬ উইকেট নিয়ে ভারতকে ধসিয়ে দিয়েছেন একাই জানসেন। এরপর ফলোঅনে পড়লেও ভারতকে আবার ব্যাটিংয়ে পাঠায়নি প্রোটিয়ারা। দ্বিতীয় ইনিংসে ২৬০ রান যোগ করে ইনিংস ঘোষণা করে বাভুমার দল।
সমীকরণ নাগালের বাইরে থাকলেও ভারত নুন্যতম লড়াইও উপহার দিতে পারেনি দ্বিতীয় ইনিংসে। আগের দিনই শেষ বিকেলে ২ উইকেট হারিয়ে বিপদে পড়ে গিয়েছিল ভারত। সেখান থেকে আর আর ঘুরে দাঁড়াতে পারেনি। এ বছর সাউথ আফ্রিকার বিপক্ষে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ হারার আগে তারা নিউজিল্যান্ডের বিপক্ষেও হোয়াইটওয়াশ হয়েছিল ভারত।