বিপিএলে খেলবেন মোহাম্মদ নবির ছেলে
বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথমবারের মতো অংশ নিচ্ছে নোয়াখালী এক্সপ্রেস। দলটি নিলামের পর একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে। কদিন আগেই তারা আফগানিস্তানের তারকা অলরাউন্ডার মোহাম্মদ নবিকে দলে নিয়েছে। এবার জানা গেছে বাবার দল নোয়াখালীর হয়েই বিপিএলে খেলবেন নবির ছেলে হাসান ইসাখীল।