promotional_ad

ছেলের সঙ্গে জাতীয় দলে খেলতে চান নবি

দুই ছেলের সঙ্গে মোহাম্মদ নবি (বামে), ফাইল ফটো
বয়স ৪০ হয়ে গেলেও এখনো বেশ ফিট মোহাম্মদ নবি। দুনিয়াজুড়ে ফ্র্যাঞ্চাইজি লিগে খেলছেন, জাতীয় দলেও পারফর্ম করছেন। অবসর কবে নেবেন সেই সিদ্ধান্ত এখনও নেননি আফগানিস্তানের এই অলরাউন্ডার। আপাতত ছেলের সঙ্গে জাতীয় দলে খেলার স্বপ্নে বিভোর তিনি।

promotional_ad

ক্যারিয়ারে বাকি নেই বেশি সময়। বয়সের কারণে অবধারিতভাবেই থামতে হবে আফগান ক্রিকেটের এই তারকাকে। তবে এই কম সময়ের মধ্যে অন্তত একটি ম্যাচে ছেলে হাসান ইশাখিলের সঙ্গে মাঠে নামতে চান বলে আইসিসিকে দেয়া সাক্ষাৎকারে জানিয়েছেন নবি।


আরো পড়ুন

বিপিএলের আড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন নবি

২৫ জানুয়ারি ২৫
বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মোহাম্মদ নবি, ক্রিকফ্রেঞ্জি

গত বছর অনূর্ধ্ব–১৯ বিশ্বকাপে আফগানিস্তানের হয়ে খেলেছেন হাসান। নিজে কবে থামবেন সেটার সিদ্ধান্ত এখনও না নিলেও ছেলেকে অবশ্য কোনও লক্ষ্যও বেঁধে দিচ্ছেন না তিনি। আপাতত একসঙ্গে একটি ম্যাচে খেলার লক্ষ্য তার।


নবি বলেন,  ‘এটা আমার স্বপ্ন। আশা করি, আমরা এটা সত্যি করতে পারব। হাসান খুব ভালো করছে…সে খুব পরিশ্রমী, আমিও তাকে পরিশ্রম করতে বলি।’



promotional_ad

‘আমি চাই সে নিজে তার লক্ষ্য ঠিক করুক। যদি সে শীর্ষ পর্যায়ের ক্রিকেটার হতে চায়, ৫০–৬০ রান যথেষ্ট নয়, আপনাকে এক শর বেশি রান করতে হবে। সে আমার কথা শুনে ও নিজেকে সব সময় এগিয়ে নিতে চায়। যখন আমার সঙ্গে কথা বলে, আমি তাকে ম্যাচের জন্য আত্মবিশ্বাস দেবে এমন পরামর্শ দিই।’


আরো পড়ুন

করাচিতে ‘নিজ দেশে খেলার অনুভূতি’ পেয়েছেন গুরবাজ

২২ ফেব্রুয়ারি ২৫
ব্যাটিং অনুশীলনে রহমানউল্লাহ গুরবাজ, ফাইল ফটো

এদিকে চ্যাম্পিয়ন্স ট্রফি খেলে নবির অবসরে যাওয়ার কথা কিছুদিন আগেই জানিয়েছিল আফগানিস্তান ক্রিকেট বোর্ডও। নবি অবশ্য এতে একমত নন। পুরো বিষয়টা ফিটনেসের ওপর ছেড়ে দিচ্ছেন তিনি।


নবি আরও বলেন, ‘এটা হয়তো আমার শেষ আন্তর্জাতিক ওয়ানডে নয়। হয়তো কম ওয়ানডে খেলব ও তরুণদের সুযোগ করে দেব। আমি সিনিয়র ক্রিকেটারদের সঙ্গে কথা বলেছি, হয়তো হাই–লেভেল ম্যাচগুলো খেলব, দেখা যাক। আমার ফিটনেসের ওপরই নির্ভর করবে।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball