promotional_ad

বিপিএলের আড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি নিচ্ছেন নবি

বিপিএলে ফরচুন বরিশালের হয়ে খেলছেন মোহাম্মদ নবি, ক্রিকফ্রেঞ্জি
বাংলাদেশে বিপিএলে খেলতে আসার আগে জিম্বাবুয়েতে ওয়ানডে খেলেছেন মোহাম্মদ নবি। বিপিএল শেষ হতেই চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে পাকিস্তান যেতে হবে অভিজ্ঞ এই অলরাউন্ডারকে। ফরচুন বরিশালের হয়ে খেলতে আসা নবি আপাতত বাংলাদেশের এই টুর্নামেন্ট নিয়েই ভাবছেন। তবে বিপিএলের আড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতিও নিচ্ছেন আফগান এই ক্রিকেটার।

promotional_ad

১৯ ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া চ্যাম্পিয়ন্স ট্রফিতে আফগানিস্তানের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং সাউথ আফ্রিকা। বর্তমানে বাংলাদেশে থাকা নবির দল ফাইনাল খেললে বিপিএলে মিশন শেষ হবে ৭ ফেব্রুয়ারি। ফলে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য প্রস্তুতি নিতে খুব বেশি সময় পাবেন না তিনি। যদিও আপাতত বিপিএলকেই বেশি ফোকাস করছেন নবি। আফগান অলরাউন্ডার জানান, বিপিএল শেষে চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা করবেন। 


আরো পড়ুন

প্লে-অফে বরিশাল, সিলেটের বিদায়

১২ ঘন্টা আগে
৫ উইকেট নিয়ে ফরচুন বরিশালের জয়ের নায়ক ফাহিম আশরাফ, ক্রিকফ্রেঞ্জি

মিরপুরের একাডেমি মাঠে অনুশীলন এসে বরিশালের প্রতিনিধি হিসেবে সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে নবি বলেন, ‘(চ্যাম্পিয়ন্স ট্রফিতে) পুরোপুরি ভিন্ন কন্ডিশন, ভিন্ন সংস্করণ। তবে এখন শুধু বিপিএল নিয়েই মনোযোগী। এখান থেকে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফি নিয়ে চিন্তা করব।’


বিপিএলে পুরো মনোযোগ দিলেও আড়ালে চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য নিজেকে ঠিকই প্রস্তুত করছেন নবি। বরিশালের হয়ে অনুশীলনে বেশি সময় ব্যাটিং ও বোলিং করে ওয়ানডে ক্রিকেট খেলার প্রস্তুতি নিচ্ছেন তিনি। এ ছাড়া ১০০ ওভার ক্রিকেট খেলার জন্য নিজের শরীর, ফিটনেস নিয়েও নিয়মিতই কাজ করছেন বলে জানান অভিজ্ঞ এই অলরাউন্ডার।



promotional_ad

নবি বলেন, ‘মনের মধ্যে এটিও আছে যে, চ্যাম্পিয়ন্স ট্রফি খেলতে যাব। সে জন্য শরীর ঠিক রাখা, ফিটনেস ধরে রাখা... টি-টোয়েন্টি ম্যাচের পাশাপাশি একশ ওভারের খেলার জন্যও প্রস্তুত হচ্ছি। অনুশীলনে ব্যাটিং-বোলিং লম্বা সেশন করছি। যা আমাকে এখানে সাহায্য করছে। চ্যাম্পিয়ন্স ট্রফিতেও সাহায্য করবে।’


আরো পড়ুন

রশিদ-নবিদের দিকে তাকিয়ে আফগান মেয়েরা

২৪ জানুয়ারি ২৫
দেশ ছেড়ে বর্তমানে অস্ট্রেলিয়াতে ক্লাব ক্রিকেট খেলছেন আফগান নারী ক্রিকেটাররা

টি-টোয়েন্টি ক্রিকেট খেলে ওয়ানডের জন্য কতটা প্রস্তুত হওয়া সম্ভব সেটা নিয়ে প্রশ্ন থাকতেই পারেন। নবি মনে করেন,  এক সংস্করণ খেলে অন্যটায় নেমে যাওয়ার পুরো ব্যাপারটাই মানসিক। নিজের শরীর জন্য ঠিকঠাক সেটাতেই আপাতত বেশি মনোযোগ তাঁর। সব শেষে নবি আবারও মনে করিয়ে দিয়েছেন, তাঁর প্রথম লক্ষ্য বিপিএল।


আফগান অলরাউন্ডার বলেন, ‘পুরো বিষয়টা মানসিক। ওয়ানডে ক্রিকেটের জন্যও তৈরি হচ্ছি। ফিটনেসের কাজ, জিম, রিকভারি ঠিকঠাক করছি। অনুশীলনে যত বেশি পারা যায় বোলিং করি, ব্যাটিং সেশনও লম্বা করার চেষ্টা করি। তবে প্রথম লক্ষ্য অবশ্যই বিপিএল। এরপর চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাব।’




আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball