
আলাউদ্দিনের ৫ উইকেটের ম্যাচে জিতল রংপুর
এনসিএল টি-টোয়েন্টিতে আলাউদ্দিন বাবুর অসাধারণ বোলিং এবং অনিক সরকারের হাফ সেঞ্চুরিতে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর। এ দিন বল হাতে মাত্র ১৬ রান খরচায় পাঁচ উইকেট নেন আলাউদ্দিন।
এনসিএল টি-টোয়েন্টিতে আলাউদ্দিন বাবুর অসাধারণ বোলিং এবং অনিক সরকারের হাফ সেঞ্চুরিতে বরিশালকে ছয় উইকেটে হারিয়েছে রংপুর। এ দিন বল হাতে মাত্র ১৬ রান খরচায় পাঁচ উইকেট নেন আলাউদ্দিন।
জাতীয় ক্রিকেট লিগ টি-টোয়েন্টির ম্যাচে বরিশালকে দুই উইকেটে হারিয়েছে সিলেট। ১০৯ রানের লক্ষ্যে সাত বল আগেই জয়ের দেখা পেয়েছে মাহফুজুর রাব্বির নেতৃত্বাধীন দলটি। এবারের আসরে ছয় ম্যাচে এ নিয়ে দ্বিতীয় ম্যাচ জিতল সিলেট। সমান সংখ্যক ম্যাচে বরিশালও জিতল দুই ম্যাচে। শেষ রাউন্ডের ফলের ওপর নির্ভর করছে তাদের প্লে-অফের ওঠার বিষয়টি।
৬ বলে ২৫ রান! চট্টগ্রাম বিভাগকে হারিয়ে ম্যাচ জিততে হলে শেষ ওভারে এমন কঠিন সমীকরণ মেলাতে হতো বরিশাল বিভাগকে। ইরফান হোসেনের বিপক্ষে কাজটা একেবারেই সহজ ছিল না সালমান হোসেন ইমন ও মইনুল ইসলামের জন্য। ডানহাতি পেসারের ফুলার লেংথের প্রথম ডেলিভারি থেকে রানই বের করতে পারলেন না সালমান। অফ স্টাম্পের বাইরের পেয়ে বলে ডিপ পয়েন্ট নিয়ে সীমানা ছাড়া করেছেন ডানহাতি এই ব্যাটার। পরের বলে ছক্কা মেরেছেন ডিপ মিড উইকেটের উপর দিয়ে। চতুর্থ বলে এক্সট্রা কভারের উপর দিয়ে চার মারলে শেষ ২ বলে বরিশালের প্রয়োজন হয় ৯ রান।
জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি-টোয়েন্টিতে লো-স্কোরিং ম্যাচে বরিশালকে এক রানে হারিয়েছে খুলনা বিভাগ। শেষ ওভারে অধিনায়ক ও উইকেটরক্ষক নুরুল হাসান সোহানের দারুণ তিনটি থ্রো'তে স্টাম্প ভাঙলে ফিরে যায় বরিশালের তিন ব্যাটার। শেষ বলে দুই রান লাগলেও তা নিতে ব্যর্থ হয় দলটি।