সিলেটকে বিদায় করে বিপিএলের ফাইনালে রাজশাহী
ম্যাচ জিততে শেষ ৫ ওভারে ৪৭ রান করতে হতো সিলেট টাইটান্সকে। উইকেটে ছিলেন আফিফ হোসেন ধ্রুব ও মেহেদী হাসান মিরাজ। তবে তাদের দুজনের কেউই ম্যাচ শেষ করতে পারেননি। বরং তানজিম সাকিব ও বিনুরা ফার্নান্দোকে উইকেট দিয়ে সিলেটের বিপদ বাড়িয়েছেন। খালেদ আহমেদ ব্যাটিংয়ে এসে চারে শুরু করলেও ছক্কা মারার চেষ্টায় ফিরেছেন সাহিবজাদা ফারহানের দুর্দান্ত ক্যাচে। ইনিংসের ১৮তম ওভারে ৫ রানে ২ উইকেট নিয়ে রাজশাহী ওয়ারিয়র্সকে এগিয়ে দেন বিনুরা। ১৯তম ওভারে আব্দুল গাফফার সাকলাইন দিয়েছেন মাত্র ৫ রান। যার ফলে শেষ ওভারে ২৪ রান করতে হতো সিলেটকে। সেই ওভারে ১৩ রান করেছেন ওকস ও নাসুম আহমেদ। সিলেটকে ১২ রানে হারিয়ে বিপিএলের ফাইনালে উঠেছে রাজশাহী ওয়ারিয়র্স। যেখানে তাদের প্রতিপক্ষ চট্টগ্রাম রয়্যালস।