ভারত সফরে নেই উইলিয়ামসন, ওয়ানডেতে অধিনায়ক ব্রেসওয়েল
ভারত সফরের তিন ম্যাচের ওয়ানডে সিরিজে নিয়মিত অধিনায়ক মিচেল সান্টনারকে বিশ্রাম দিয়েছে নিউজিল্যান্ড। তার অনুপস্থিতিতে নেতৃত্ব দেবেন স্পিন বোলিং অলরাউন্ডার মাইকেল ব্রেসওয়েল। কুঁচকির চোটের কারণে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ঘরের মাঠের টেস্ট সিরিজে খেলতে পারেননি সান্টনার। তবে তিনি সেরে ওঠার পথে আছেন এবং টি-টোয়েন্টি দলে রয়েছেন।