চুক্তি অনুযায়ী তারা কোচিং, মেডিকেল সাপোর্ট, মানসিক স্বাস্থ্য সহায়তা, জিম ও ক্রিকেট সুবিধা পাবেন। এই পাঁচজন আগামী বছর ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ড দলের অংশ হওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।
তবে এই চুক্তির শর্ত অনুযায়ী বিশ্বকাপের আগে নির্দিষ্ট কিছু সিরিজ ও ম্যাচে তাদের উপস্থিত থাকতে হবে। এর মধ্য দিয়ে দল গঠনের প্রস্তুতি ও খেলোয়াড় নির্বাচনে সহায়তা পাবে নিউজিল্যান্ড ক্রিকেট।
নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিক বলেন, 'এতো বড় টুর্নামেন্ট সামনে থাকায় আমরা চাই আমাদের সেরা টি-টোয়েন্টি খেলোয়াড়রা প্রস্তুত থাকুক এবং নির্বাচনের জন্য উন্মুক্ত থাকুক। ক্যাজুয়াল চুক্তিগুলো খেলোয়াড়দের পক্ষ থেকে নিউজিল্যান্ড ক্রিকেট ও ব্ল্যাক ক্যাপসের প্রতি একধরনের অঙ্গীকার।'
তিনি আরও বলেন, 'খেলোয়াড়দের বার্তা স্পষ্ট, ব্ল্যাক ক্যাপসের হয়ে খেলা তাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ। আমরা খুশি যে এই মৌসুমের জন্য তাদের সঙ্গে ক্যাজুয়াল চুক্তিতে আসতে পেরেছি।'
এদিকে উইলিয়ামসন নিজেকে ১ অক্টোবর থেকে শুরু হতে যাওয়া অস্ট্রেলিয়ার বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ থেকে সরিয়ে নিয়েছেন। ফিন অ্যালেনও পায়ের চোট থেকে সেরে উঠার পথে থাকায় সিরিজে খেলবেন না।