তবে দলে ফিরেছেন অধিনায়ক মিচেল সান্টনার। চোট কাটিয়ে ফিরেছেন তিনি। মুখে বল লাগার পর সাইডলাইনে থাকা রাচিন রবীন্দ্রও ফিরেছেন স্কোয়াডে। দুজনেই খেলবেন ইংল্যান্ড সিরিজে।
চলতি বছর নিউজিল্যান্ড ক্রিকেটের কেন্দ্রীয় চুক্তি থেকে নিজেকে সরিয়ে নেন উইলিয়ামসন। এরপর থেকে বেছে বেছে খেলছেন আন্তর্জাতিক ম্যাচ। তাকে সর্বশেষ জাতীয় দলের হয়ে দেখা গেছে গত মার্চে চ্যাম্পিয়ন্স ট্রফিতে। এরপর খেলেছেন কাউন্টি ও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে।
এই মাসের শুরুতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজেও ছিলেন না তিনি। ইংল্যান্ডের বিপক্ষে ফিরতে পারেন, এমন সম্ভাবনা থাকলেও সেটা আর হচ্ছে না। কোচ রব ওয়াল্টার জানিয়েছেন, উইলিয়ামসনের একটি হালকা মেডিকেল ইস্যু রয়েছে। ওয়ানডে সিরিজ দিয়ে ফেরার সম্ভাবনা আছে তার।
চোটের কারণে এবারও বেশ কয়েকজন মূল ক্রিকেটারদের বাদ দিয়ে স্কোয়াড সাজিয়েছে কিউইরা। অলরাউন্ডার গ্লেন ফিলিপস, ফাস্ট বোলার অ্যাডাম মিলনে, ওপেনার ফিন অ্যালেন, পেসার উইল ও’রুর্কি ও বেন সিয়ার্স মাঠের বাইরে। সিয়ার্সের হ্যামস্ট্রিংয়ের চোটে ফিরতে সময় লাগবে আরও তিন থেকে চার সপ্তাহ।
এ ছাড়া জায়গা হয়নি অভিজ্ঞ লেগ স্পিনার ইশ সোধির। ১২৮ ম্যাচে ১৫০ উইকেট নেয়া এই বোলার টি-টোয়েন্টি দলে নেই। তিন ম্যাচের সিরিজটি শুরু হবে ১৯ অক্টোবর, ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে। পরের ম্যাচ ২১ তারিখ একই মাঠে, শেষটি ২৪ অক্টোবর অকল্যান্ডে। ওয়ানডে সিরিজ শুরু ২৬ অক্টোবর।
নিউজিল্যান্ড স্কোয়াড: মিচেল সান্টনার (অধিনায়ক), মাইকেল ব্রেসওয়েল, মার্ক চ্যাপম্যান, ডেভন কনওয়ে, জ্যাকব ডাফি, জ্যাকারি ফোকস, ম্যাট হেনরি, বেভন জ্যাকবস, কাইল জেমিসন, ড্যারিল মিচেল, জিমি নিশাম, রাচিন রবীন্দ্র, টিম রবিনসন এবং টিম সেইফার্ট।