 
        রেজাউর রাজার ক্যামিওতে সিলেটের জয়
ম্যাচ জিততে সিলেট বিভাগের প্রয়োজন ১৬ বলে ৩২ রান। এমন সময় দুর্ভাগ্যজনকভাবে রান আউট হয়ে ফেরেন ৩৯ রানের ইনিংস খেলা অমিত। বিশেষজ্ঞ কোনো ব্যাটার না থাকায় সমীকরণ মেলানোটা সিলেটের জন্য কঠিনই ছিল। তবে খালেদ আহমেদ ও রেজাউর রহমান রাজার ব্যাটে কঠিন সমীকরণ মিলিয়েছে সিলেট। এক ছক্কা ও দুই চারে মাত্র ৭ বলে ১৯ রানের ক্যামিও ইনিংস খেলে জয়ের নায়ক রেজাউর রহমান। শ্বাসরুদ্ধকর ম্যাচে বরিশাল বিভাগকে ২ উইকেটে হারিয়েছে সিলেট।
 
         
         
         
         
         
         
        