পুরো বিজ্ঞপ্তি নিচে দেওয়া হলো—
ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি) গত এক বছরের গভীর পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ অংশীদারদের সঙ্গে বিস্তৃত আলোচনার পর আজ তাৎক্ষণিকভাবে যুক্তরাষ্ট্র ক্রিকেটের সদস্যপদ স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছে। আইসিসি বোর্ডের বৈঠকে গৃহীত এই সিদ্ধান্তের মূল কারণ হলো—আইসিসির সংবিধান অনুযায়ী সদস্য রাষ্ট্র হিসেবে নিজেদের দায়িত্ব পালনে যুক্তরাষ্ট্র ক্রিকেটের ধারাবাহিক ও পুনরাবৃত্ত ব্যর্থতা।
এর মধ্যে রয়েছে কার্যকর প্রশাসনিক কাঠামো গড়ে তুলতে ব্যর্থতা, যুক্তরাষ্ট্র অলিম্পিক ও প্যারালিম্পিক কমিটির (ইউএসওপিসি) স্বীকৃত জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রক সংস্থা হওয়ার পথে অগ্রগতি না হওয়া এবং এমন সব কর্মকাণ্ড যা যুক্তরাষ্ট্রসহ বৈশ্বিক অঙ্গনে ক্রিকেটের সুনাম ক্ষুণ্ণ করেছে। যদিও এই সিদ্ধান্ত হতাশাজনক, তবু দীর্ঘমেয়াদে খেলাটির স্বার্থ রক্ষার জন্য এটি অপরিহার্য।
আইসিসির সর্বোচ্চ অগ্রাধিকার হলো খেলোয়াড় ও খেলাটিকে যেন এই স্থগিতাদেশের প্রভাব আঘাত না করে তা নিশ্চিত করা। সে কারণে বোর্ড সিদ্ধান্ত নিয়েছে যে, যুক্তরাষ্ট্রের জাতীয় দলগুলো আইসিসি আয়োজিত প্রতিযোগিতায় অংশগ্রহণের অধিকার বজায় রাখবে। এর মধ্যে লস অ্যাঞ্জেলেস ২০২৮ অলিম্পিক গেমসের (এলএ২৮) প্রস্তুতিও অন্তর্ভুক্ত।
খেলোয়াড়দের সহায়তা অব্যাহত রাখা এবং অলিম্পিক অন্তর্ভুক্তির পথে অগ্রগতি নিশ্চিত করতে আপাতত যুক্তরাষ্ট্রের জাতীয় দলের ব্যবস্থাপনা ও প্রশাসন আইসিসি বা তার মনোনীত প্রতিনিধিদের তত্ত্বাবধানে পরিচালিত হবে। এর মাধ্যমে আইসিসি স্পষ্ট করেছে যে, যুক্তরাষ্ট্রের ক্রিকেটারদের স্বার্থ সংরক্ষণ এবং হাই-পারফরম্যান্স ও খেলোয়াড় উন্নয়ন কর্মসূচির ধারাবাহিকতা রক্ষাই তাদের মূল লক্ষ্য, যা যুক্তরাষ্ট্রের প্রতিনিধিত্বকারী ক্রিকেটারদের মান ও সক্ষমতা আরও উন্নত করবে।
আইসিসি নরমালাইজেশন কমিটি, আইসিসির ব্যবস্থাপনার সহায়তায়, ইউএসএ ক্রিকেটের স্থগিতাদেশ প্রত্যাহার ও সদস্যপদ পুনর্বহালের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নির্ধারণ করবে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবে ইউএসএ ক্রিকেটের প্রশাসনিক কাঠামো, কার্যক্রম ও সামগ্রিক অবস্থায় বাস্তব ও নির্দিষ্ট পরিবর্তন আনা। পাশাপাশি এই কমিটি যুক্তরাষ্ট্র ক্রিকেটের অগ্রগতি পর্যবেক্ষণ করবে এবং পরামর্শমূলক সহায়তা প্রদান করবে।
আইসিসি প্রতিশ্রুতিবদ্ধ যে, যুক্তরাষ্ট্রে ক্রিকেটের বিকাশ অব্যাহত রাখবে, ক্রীড়া কাঠামো ও এর অংশীজনদের—বিশেষত খেলোয়াড়দের—সুরক্ষা নিশ্চিত করবে এবং বৈশ্বিক অঙ্গনে খেলাটিকে আরও তাৎপর্যপূর্ণ ভূমিকায় প্রতিষ্ঠিত করতে কাজ করবে।