
এশিয়া কাপের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল আরব আমিরাত
আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে শুরু হতে চলেছে এশিয়া কাপের এবারের আসর। তার আগেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দলকে নেতৃত্ব দিবেন মুহাম্মদ ওয়াসিম।
আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে শুরু হতে চলেছে এশিয়া কাপের এবারের আসর। তার আগেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দলকে নেতৃত্ব দিবেন মুহাম্মদ ওয়াসিম।
প্রতিটি বৈশ্বিক আসরের আগেই বাংলাদেশ দল নিয়ে বিচার বিশ্লেষণে নামেন আকাশ চোপড়া। ভারতের এই ক্রিকেট বিশ্লেষক এবারের এশিয়া কাপ শুরুর আগেও বাংলাদেশ দল নিয়ে বিশ্লেষণ করেছেন। বাংলাদেশের পেস বোলিং আক্রমণের ভূয়সী প্রশংসা করেছেন তিনি। তবে এবারের এশিয়া কাপের বাংলাদেশের খুব বেশি সম্ভাবনা দেখছেন না তিনি।
অনলাইন গেমিং প্ল্যাটফর্ম ড্রিম-ইলেভেন বিসিসিআইয়ের সঙ্গে তাদের চুক্তি বাতিল করায় এশিয়া কাপে পৃষ্ঠপোষক বা স্পন্সর ছাড়াই মাঠে নামবে ভারতীয় দল। সূর্যকুমার যাদব, জসপ্রীত বুমরাহ ও হার্দিক পান্ডিয়ারা এবারের এশিয়া কাপে মূল স্পন্সরের লোগো ছাড়াই খেলবেন। বিসিসিআই এখনো নতুন পৃষ্ঠপোষক চূড়ান্ত করতে পারেনি।
বর্তমান বিশ্বের অন্যতম সেরা পেসার ধরা হয় জসপ্রিত বুমরাহকে। কারণে অকারণে অনেক সময়ই ক্রিকেট বিশ্বের রথী মহারথীদের সঙ্গে তুলনা করা হয় ভারতের এই পেসারকে। সবচেয়ে বেশি তুলনা হয় পাকিস্তানের সাবেক পেসার ওয়াসিম আকরামের সঙ্গে।
তীব্র গরমের কারণে এবারের এশিয়া কাপের ১৯টি ম্যাচের মধ্যে ১৮টি ম্যাচের সময় পরিবর্তন করা হয়েছে। সংযুক্ত আরব আমিরাতের স্থানীয় সময় অনুযায়ী সব ম্যাচ এখন বিকেল ৬ টা ৩০ মিনিটে শুরু হবে। অর্থাৎ বাংলাদেশ সময় অনুযায়ী ম্যাচগুলো শুরু হবে রাত সাড়ে ৮ টায়।
এশিয়া কাপের দল ঘোষণা করেছে শ্রীলঙ্কা। আগামী ৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে মাঠে গড়াচ্ছে এশিয়া কাপের এবারের আসর। আয়োজক ভারত হলেও এশিয়া কাপ আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতে।
কদিন পরেই মাঠে গড়াচ্ছে এশিয়া কাপ। দলগুলো নিজেদের শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত। এশিয়া কাপের জন্য ভারত শক্তিশালী দল ঘোষণা করেছে। দলে আছে একাধিক চমক। সহ-অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি দলে ফিরেছেন শুভমান গিল। এ ছাড়া অভিষেক শর্মা, হার্দিক পান্ডিয়া ও জসপ্রিত বুমরাহর দিকে নজর থাকবে সবার।
খেলার ধরন ও স্ট্রাইক রেটে আন্তর্জাতিক টি-টোয়েন্টির সঙ্গে মানিয়ে নিতে পারছেন না বাবর আজম। ডানহাতি ব্যাটারকে এশিয়া কাপের স্কোয়াডে না রাখার ব্যাখ্যায় এমনটাই জানিয়েছিলেন মাইক হেসন। পাকিস্তানের প্রধান কোচের সঙ্গে সুর মিলিয়েছেন মোহাম্মদ হারিসও। ডানহাতি এই ব্যাটার জানান, টি-টোয়েন্টিতে টিকতে হলে বাবরকে আরও দ্রুত রান তুলে খেলতে হবে। হারিসের এমন মন্তব্যে ক্ষেপেছেন বাসিত আলী। পাকিস্তানের সাবেক অধিনায়কের মতে, হারিস এমন মন্তব্য করলে তাকে বেত দিয়ে পেটানো উচিত।
সূর্যকুমার যাদবের নেতৃত্বে এশিয়া কাপে খেলতে যাচ্ছে ভারত। এশিয়ার ক্রিকেটের সবচেয়ে বড় এই মহাযজ্ঞে মাঠে নামার আগে এই ভারতীয় ব্যাটারের নাম নিয়ে ভারতকে সতর্ক করে দিয়েছেন সাবেক পাকিস্তানি ব্যাটার বাজিদ খান।
আগামী ১৪ সেপ্টেম্বর দুবাইয়ে এশিয়া কাপের গ্রুপ পর্বে মুখোমুখি হচ্ছে ভারত-পাকিস্তান। দীর্ঘদিন ধরেই চলা রাজনৈতিক টানাপোড়েন ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন থাকলেও শেষ পর্যন্ত টুর্নামেন্ট আয়োজক ও দুই দেশের বোর্ডের সম্মতিতেই হচ্ছে এই বহুল প্রতীক্ষিত ম্যাচ।
আসন্ন এশিয়া কাপে আফগানিস্তান দলকে নেতৃত্ব দেবেন রশিদ খান। ১৭ সদস্যের ঘোষিত স্কোয়াডে স্পিন আক্রমণ বেশ শক্তিশালী দলটির। রশিদের সঙ্গে স্পিন আক্রমণে আছেন মোহাম্মদ নবী, মুজিব উর রহমান, নূর আহমদ এবং মোহাম্মদ গাজানফার।
এশিয়া কাপের বাংলাদেশ স্কোয়াডে নেই নাজমুল হোসেন শান্ত এবং নাইম শেখ। এই দুজনের জন্যই জাতীয় দলের জায়গা খোলা রাখছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু।