এশিয়া কাপের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল আরব আমিরাত

আন্তর্জাতিক
এশিয়া কাপের শক্তিশালী স্কোয়াড ঘোষণা করল আরব আমিরাত
সংযুক্ত আরব আমিরাত, ফাইল ফটো
Author photo
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
· ১ মিনিট পড়া
আগামী ৯ সেপ্টেম্বর আবুধাবিতে শুরু হতে চলেছে এশিয়া কাপের এবারের আসর। তার আগেই ১৭ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে স্বাগতিক সংযুক্ত আরব আমিরাত। দলকে নেতৃত্ব দিবেন মুহাম্মদ ওয়াসিম।

সম্প্রতি টি-টোয়েন্টি আন্তর্জাতিক ক্রিকেটের ইতিহাসে অধিনায়ক হিসেবে সবচেয়ে বেশি ছক্কা হাঁকানোর রেকর্ড গড়ে ভারতের সাবেক অধিনায়ক রোহিত শর্মাকে পেছনে ফেলেছেন ওয়াসিম। এবার ঘরের মাঠে এশিয়া কাপে দলকে নেতৃত্ব দিতে প্রস্তুত এই হার্ডহিটার ওপেনার।

গ্রুপ ‘এ’-তে আমিরাতের সঙ্গী ভারত, পাকিস্তান ও ওমান। নিজেদের প্রথম ম্যাচে ১০ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের মুখোমুখি হবে ওয়াসিমের দল। এরপর ১৫ ও ১৭ সেপ্টেম্বর আবুধাবি ও দুবাইয়ে যথাক্রমে খেলবে ওমান ও পাকিস্তানের বিপক্ষে।

আরেকটি গ্রুপ 'বি' তে আছে বাংলাদেশ। সেখানে বাংলাদেশের প্রতিপক্ষ হংকং, আফগানিস্তান এবং শ্রীলঙ্কা। দুই গ্রুপ থেকে দুটি করে দল সুপার ফোরে যাবে। এরপর নিজেদের বিপক্ষে একটি করে ম্যাচ খেলবে। সুপার ফোরের শীর্ষ দুই দল খেলবে ফাইনাল।

সাম্প্রতিক সময়ে পাকিস্তান এবং আফগানিস্তানের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলছে সংযুক্ত আরব আমিরাত। এর আগে বাংলাদেশের বিপক্ষে ২-১ ব্যবধানে সিরিজ জিতেছে দলটি।

এশিয়া কাপের সংযুক্ত আরব আমিরাত স্কোয়াড: মুহাম্মদ ওয়াসিম (অধিনায়ক), আলিশান শরাফু, আরিয়ানশ শর্মা (উইকেটকিপার), আসিফ খান, ধ্রুব পরাশর, ইথান ডি’সুজা, হায়দার আলি, হর্ষিত কৌশিক, জুনাইদ সিদ্দিকি, মতিউল্লাহ খান, মুহাম্মদ ফারুক, মুহাম্মদ জাওয়াদুল্লাহ, মুহাম্মদ জোহাইব, রাহুল চোপড়া (উইকেটরক্ষক), রোহিদ খান, সিমরনজিত সিং এবং সাগির খান।

আরো পড়ুন: সংযুক্ত আরব আমিরাত