
বাংলাদেশের জয়ে সাইমন ডুলের পাশ মার্ক
হংকং চায়নার বিপক্ষে বাংলাদেশের জয়টা প্রত্যাশিতই ছিল। শেষ পর্যন্ত হয়েছেও তাই। ১৪৩ রানের মাঝারি লক্ষ্য তাড়ায় বাংলাদেশ ম্যাচ জিতেছে ১৭.৪ ওভারে। ৭ উইকেটের ব্যবধানে জিতলেও লিটন দাস-তাওহীদ হৃদয়রা আরেকটা আগে জিতে নেট রান রেটটা বাড়িয়ে নিতে পারতো কিনা সেটা নিয়ে প্রশ্ন উঠছে। সাইমন ডুল অবশ্য বাংলাদেশকে পাশ মার্কই দিচ্ছেন। নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটারের মতে, উইকেট ব্যাটিংয়ের জন্য এত ভালো ছিল না।