যদিও ভারত ও পাকিস্তানের ম্যাচ নিয়ে এমন বাড়াবাড়ি পছন্দ হচ্ছে না ভারতের বিশ্বকাপ জয়ী অধিনায়ক কপিল দেবের। ভারতের ক্রিকেটারদের তিনি শুধু খেলার মনোযোগ দেয়ার পরামর্শ দিয়েছেন। এর বাইরে সরকারের কাজ সরকার সামলাবে বলে মন্তব্য করেছেন তিনি। এ নিয়ে কথার দ্বন্দ্বেও না জড়ানোর পরামর্শ দিয়েছেন কপিল।
তিনি বলেন, 'স্রেফ মাঠে যাও এবং জিতে আসো। যাদের কাজ খেলা তাদের কেবল খেলার দিকে মনোযোগ দেওয়া উচিত-অন্য কিছু বলার কোনো দরকার নেই। এটাকে বড় ইস্যু বানাবেন না। সরকার তার কাজ করবে এবং খেলোয়াড়দের তাদের কাজ করা উচিত।'
এশিয়া কাপে আগের মতোই একই গ্রুপে আছে ভারত ও পাকিস্তান। এই দুই দলের সঙ্গে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এবং ওমান। মূলত ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার জন্যই এই দুই দেশের মধ্যে রাজনৈতিক সম্পর্কের অবনতি হয়। এরপর সেই বাজে সম্পর্ক রূপ নেয় যুদ্ধেও।
যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে দুই দেশই যুদ্ধ বিরতিতে রাজি হয়। যুদ্ধ থেমে গেলেও এই দুই দেশের সম্পর্ক দ্রুতই যে সহনীয় পর্যায়ে নেমে আসছে না তা বলার অপেক্ষা রাখে না। এই ঘটনার প্রভাব পড়েছে দুই দলের ক্রিকেট লড়াইয়েও।
গত মাসে সাবেকদের টুর্নামেন্টে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ বর্জন করে ভারতীয় দল। প্রাথমিক পর্বের পর, সেমি-ফাইনালেও তারা খেলেনি পাকিস্তানের বিপক্ষে। ফলে দুই দেশের যুদ্ধের পর এবারই প্রথম ভারত ও পাকিস্তানের মুখোমুখি লড়াই দেখার অপেক্ষায় ক্রিকেট বিশ্ব।