সুযোগ থাকলে জাতীয় দলে কাজ করতে চান সুজন
পেশাদার ক্রিকেট ছাড়ার পর কোচিংয়ের সঙ্গে সম্পৃক্ত হয়েছিলেন খালেদ মাহমুদ সুজন। ঘরোয়া ক্রিকেটের অন্যতম সফল কোচ ডিপিএলের পাশাপাশি বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) কাজ করেছেন। পাশাপাশি বাংলাদেশ জাতীয় দলের হয়েও কোচিং করার অভিজ্ঞতা আছে তাঁর। যদিও একেবারে অল্প সময়ের জন্য বাংলাদেশের দায়িত্ব নিয়েছিলেন সুজন। ২০১৮ সালে তামিম ইকবাল-লিটন দাসদের ভারপ্রাপ্ত প্রধান কোচ ছিলেন তিনি।