‘দেখা যাবে শেষ ম্যাচেও কেউ না কেউ বলছে আমি খেলতে পারব না’
![বিপিএলের এবারের আসরটা হয়ত ভুলে যেতে চাইবেন আরিফুল হক, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/i41c3b6ZaX38ewY1cf0c6cb0.jpeg)
ছবি: বিপিএলের এবারের আসরটা হয়ত ভুলে যেতে চাইবেন আরিফুল হক, ক্রিকফ্রেঞ্জি
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/c8243538-ac32-4fc4-871e-77acc1257b54.jpg)
বিপিএলে নিজেদের প্রথম আসরের ফাইনাল খেলে বাজিমাত করেছিল সিলেট। তবে পরের মৌসুমে সেরা চারে জায়গা করে নিতে পারেনি তারা। চলমান মৌসুমে ১১ ম্যাচের ৯টিতে হেরে বিপিএলের সেরা চারে খেলার আশা শেষ আরিফুলদের। পুরো টুর্নামেন্ট জুড়েই চোট নিয়ে ভুগতে হয়েছে সিলেটকে। পুরো বিপিএল খেলার চুক্তি হলেও চোটের কারণে সিলেট থেকেই বিদায় নেন রাকিম।
‘ব্যাকআপ ক্রিকেটার নেই, ভাঙাচোরা দল নিয়ে খেলতে হচ্ছে’
২৪ জানুয়ারি ২৫![অধিনায়ক আরিফুল হক যেন খানিকটা অসহায়, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/e37i24e004W2Ld0x48q3Ta89.jpeg)
চোটের কারণে চট্টগ্রামের পুরোটা সময় জুড়ে পাওয়া যায়নি দলের পেস বিভাগের নেতা তানজিম হাসান সাকিবকে। স্পিনার নাহিদুল ইসলামকে খেলানোর পরিকল্পনা থাকলেও চোট সমস্যায় বেশকটি ম্যাচে তাকে খেলানো যায়নি। ছোটখাটো চোট নিয়ে পুরো বিপিএলে খেলছেন জাকের আলী অনিক ও জাকির হাসান। যে কারণে তাদের রেখে জর্জ মানজি ও রনি তালুকদারকে কিপিং করা হয়েছে তাদের।
মানজি চোটে পড়ায় কিপিংয়ে পুরো দায়িত্ব দেয়া হয় রনির কাছে। সেই রনিও ঘাড়ের ব্যথার কারণে দুর্বার রাজশাহীর বিপক্ষে খেলতে পারেননি। ঢাকা পর্ব শুরুর আগে প্রথমবার বিপিএল খেলতে আসা টপলিও বাংলাদেশ ছেড়েছেন চোট নিয়ে। আরিফুলের এবারের আসরের অভিজ্ঞতা জানতে চাইলে সিলেটের অধিনায়ক তাই অকপটে বলে দিলেন, এরকম কিছু আগে কখনও হয়নি।
![promotional_ad](https://cricfrenzy.com/public/storage//advertisements/89bdd065-6293-4dbe-9886-1306f11ad343.jpg)
ম্যাচ শেষে আরিফুল বলেন, ‘পুরা টুর্নামেন্ট খুবই বাজে গেছে। খুবই বাজে গেছে। এরকম অভিজ্ঞতা আগে কখনও হয়নি। আজকেও ওপেনার রনি সকালে উঠে বলছে, আমার ঘাড়ে লেগেছে। ধরতে হবে সেও ইনজুরড। শেষ ম্যাচেও দেখা যাবে, কেউ না কেউ বলছে যে, ‘আমি খেলতে পারব না।’ সব ইনজুরির ওপরেই আছে। অভিজ্ঞতা ভালো না।’
বিপিএলে শাস্তি পেয়ে ডিপিএলে ২ ম্যাচ নিষিদ্ধ সাকিব
৩১ জানুয়ারি ২৫![সিলেট স্ট্রাইকার্সের জার্সিতে তানজিম সাকিব, ক্রিকফ্রেঞ্জি](https://cricfrenzy.com/public/storage/images/1-2025/76cM44R2d2Jeb8Eb043def00.jpeg)
মানজি, পল স্টার্লিং, কর্নওয়াল, টপলি, অ্যারন জোন্সের মতো বিদেশি থাকার পরও ভালো কিছু করে দেখাতে পারেনি সিলেট। তাদের কাছ থেকে পারফরম্যান্স না পাওয়ায় দল হিসেবে সিলেটও ভুগেছে পুরো টুর্নামেন্ট জুড়ে চট্টগ্রাম পর্বে বিদেশি ক্রিকেটারদের পারফরম্যান্স নিয়ে হতাশা প্রকাশ করেছিলেন আরিফুল। সিলেটের অধিনায়কও মনে করেন, বিদেশি ভালো করতে পারলে হয়ত ভিন্ন কিছু হতো।
আরিফুল বলেন, ‘আমার কাছে মনে হয় রাকিম (কর্নওয়াল) যদি ফুল সার্ভিস দিতে পারত, যদি জর্জ মানজি ভালো সার্ভিস দিতে পারত, পল স্টার্লিং ছিল… এরা সবাই ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে অনেক বড় নাম। কেউ আসলে সেভাবে ডেলিভার করতে পারেনি।’
চিটাগং কিংসের বিপক্ষে বিপিএলের চলমান আসরে নিজেদের শেষ ম্যাচ খেলবে সিলেট। সেই ম্যাচটা জিতে শেষ করতে চান আরিফুল। তিনি বলেন, ‘আশা না থাকলে পারফর্ম করা কঠিন হয়ে যায়। সবাই পেশাদার ক্রিকেটার। যে ব্যাট করবে বা বল করবে, যদি ভালো করে, তার ভালোই লাগে। শেষ ম্যাচটি যদি আমরা জিতে যেতে পারি, তাহলেও মনে একটা শান্তি আসবে যে অন্তত জিতে শেষ করতে পেরেছি।’