রাজশাহীর বিদেশিদের চেয়ে দেশিরাই ভালো ছিল: আশরাফুল
ছবি: সংবাদ সম্মেলনে মোহাম্মদ আশরাফুল, বিসিবি
এই ম্যাচে আগে ব্যাট করে ১১৯ রান সংগ্রহ করে রাজশাহী। এই লক্ষ্য তাড়া করতে নেমেই ৪৯ রানের মধ্যে ৭ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়ে যায় রংপুর। শেষ পর্যন্ত ৩১ বলে ৫২ রানের অপরাজিত ইনিংস খেললেও রংপুরকে ম্যাচ জেতাতে পারেননি মোহাম্মদ সাইফউদ্দিন।
সিলেটকে হারিয়ে প্লে-অফের আরও কাছে রাজশাহী
৪ ঘন্টা আগেম্যাচ শেষে রাজশাহীর দেশি ক্রিকেটারদের প্রশংসায় ভাসিয়েছেন রংপুর রাইডার্সের ব্যাটিং কোচ মোহাম্মদ আশরাফুল। তিনি মনে করেন দলটির বিদেশি ক্রিকেটারদের চেয়ে দেশি ক্রিকেটাররাই ভালো খেলেছেন। এবারের বিপিএলে দলগুলোতে মানসম্পন্ন বিদেশি ক্রিকেটার কম এসেছে বলেও দাবি আশরাফুলের।
তিনি সংবাদ সম্মেলনে বলেছেন, ‘আসছিলাম যখন শুনছিলাম তাদের (রাজশাহীর) বিদেশিরা হয়ত আসবে না। যেহেতু তারা বোর্ডের কাছে আবেদন করেছে, আমরা এটা স্বাভাবিকভাবেই দেখেছি। আমার কাছে মনে হয়েছে, তাদের বিদেশিদের থেকে দেশিরাই বেটার ছিল। যারা খেলেছে তারাই, লোকালরা যারা বসে থাকেন তারাই ভালো প্লেয়ার আমার মনে হয়। এবার দেখেন অতটা কোয়ালিটি বিদেশি কিন্তু কমই এসেছে সব দলে।’
শুরুতে দারুণ বোলিং করা রংপুর কিছুটা খেই হারিয়েছিল শেষ ভাগে গিয়ে। বিশেষ করে শেষদিকে সানজামুল ইসলাম ২৯ বলে ২৮ রান করে ম্যাচের মোমেন্টাম ঘুরিয়ে দিয়েছেন বলে মনে করেন আশরাফুল। এর পেছনে নিজ দলের বোলারদেরও দায় দেখছেন আশরাফুল।
টাকা না থাকলে বিপিএলে দল নিতে না করছেন মালান
৪ ঘন্টা আগেতার ভাষ্য, ‘অবশ্যই আমাদের কাছে সুযোগ ছিল ১০০ এর মধ্যে রাখা। যখন ৭০/৭ বা ৮ ছিল। সানজামুল (ইসলাম) ভালো করেছেন শেষ দিকে। আমাদের বোলাররাও আসলে যে জায়গায় বল করা উচিত ছিল সেখানে করতে পারেনি। রানা ব্যাক অব লেন্থে করেছেন। ওর যে পেস, যদি একটা ইয়র্কার, একটা ব্যাক অব লেন্থে ট্রাই করত তাহলে অন্যকিছু হতে পারত।’
রংপুরকে গ্লোবাল সুপার লিগ জেতাতে বড় ভূমিকা রেখেছিলেন সৌম্য সরকার। যদিও ইনজুরির কারণে বিপিএলের শুরু থেকে খেলতে পারেননি এই ওপেনার। তবে রাজশাহীর বিপক্ষে ম্যাচ দিয়ে আবারও মাঠে ফিরেছেন তিনি। তবে ৮ রানের বেশি করতে পারেননি বাঁহাতি এই ব্যাটার। আশরাফুল আশাবাদী দ্রুতই ছন্দে ফিরবেন সৌম্য।
তিনি বলেন, ‘নাহ সে তো আমাদের মেইন প্লেয়ার। গ্লোবাল টি-টোয়েন্টিতে অসাধারণ খেলেছে। ফাইনালেও ভালো করেছে। ওয়েস্ট ইন্ডিজেও ভালো করেছে। ইঞ্জুরির পর ট্রেনিং করেছে আমাদের সাথে। আজকের উইকেটও কঠিন ছিল। বাউন্স নরমালের চেয়ে ৪ আঙুল বেশি ছিল। আজকে সহজ ছিল না, অভিজ্ঞ প্লেয়ার। ২ ম্যাচ বাকি আছে। আশা করছি সেরা ছন্দে চলে আসবে ইনশাল্লাহ।’