আইসিসির বর্ষসেরা ক্রিকেটার বুমরাহ ও কার

ছবি: জসপ্রিত বুমরাহ ও অ্যামেলিয়া কার, আইসিসি

বুমরাহ বল হাতে স্বপ্নের মতো কাটিয়েছেন ২০২৪ সালটি। আর তাতেই স্যার গারফিল্ড সোবার্স ট্রফি জিতে নিয়েছেন ভারতের এই পেসার। নিউজিল্যান্ডের অলরাউন্ডার কারও প্রথমবারের মতো নারীদের বর্ষসেরা ক্রিকেটার হয়েছেন। এই খেতাবের আনুষ্ঠানিক নাম র্যাচেল হেহো ফ্লিন্ট ট্রফি।
বুমরাহর ফেরার খবর জানিয়ে মুম্বাই বলল, 'লায়ন ইজ ব্যাক'
৬ এপ্রিল ২৫
মঙ্গলবার ২০২৪ সালের বর্ষসেরা পুরুষ ও নারী ক্রিকেটারদের নাম ঘোষণা করেছে আইসিসি। তারা নির্বাচিত হয়েছেন সংবাদমাধ্যম প্রতিনিধি, আইসিসি ভোটিং একাডেমি এবং সমর্থকদের ভোটে। বুমরাহ ভারতের পঞ্চম ক্রিকেটার হিসেবে বর্ষসেরা হয়েছেন।
এর আগে ২০০৪ সালে প্রথমবারের মতো বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন রাহুল দ্রাবিড়। এরপর ২০১০ সালে শচিন টেন্ডুলকার, ২০১৬ সালে রবিচন্দ্রন অশ্বিন ও ২০১৭ আর ২০১৮ সালে টানা দুইবার আইসিসির বর্ষসেরা ক্রিকেটার হওয়ার গৌরব অর্জন করেছিলেন বিরাট কোহলি।

গত বছর ২১ ম্যাচে বুমরাহ শিকার করেছেন সর্বোচ্চ ৮৬ উইকেট। দ্বিতীয় সর্বোচ্চ ৬৪ উইকেট নিয়েছেন শ্রীলঙ্কার ওয়ানিন্দু হাসারাঙ্গা। সেই সঙ্গে ভারতের টি-টোয়েন্টি বিশ্বকাপ জেতাতেও,বড় ভূমিকা রেখেছিলেন এই পেসার। হয়েছিলেন টুর্নামেন্ট সেরা ক্রিকেটারও।
রাচিন-ডাফিকে পেছনে ফেলে আইসিসির মাসসেরা আইয়ার
১৫ এপ্রিল ২৫টেস্টেও গত বছর দারুণ পারফর্ম করেছেন বুমরাহ। এই ফরম্যাটেও সেরা বোলার ছিলেন এই ভারতীয় পেসার। ১৩ টেস্টে শিকার করেছে ৭১ উইকেট। এমন পারফরম্যান্সে টেস্টের বোলারদের র্যাঙ্কিংয়েও শীর্ষস্থান দখল করেছেন বুমরাহ।
এদিকে ২০২৪ সালে কার ১৮ টি-টোয়েন্টি ম্যাচে করেন ৩৮৭ রানের পাশাপাশি ২৯টি উইকেট নিয়েছেন। ওয়ানডেতে ৯ ম্যাচে ২৫৭ রানের পাশাপাশি ১৪টি উইকেট আছে তার। নিউজিল্যান্ডের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়েও এই অলরাউন্ডারের বড় ভূমিকা ছিল। ৬ ম্যাচে ১৩৫ রান ও ১৫ উইকেট নেন তিনি।