তৃতীয় ওভারে খরুচে রিশাদ
জয়ের জন্য ১৫৯ রানের লক্ষ্য তাড়ায় জো ক্লার্ক ও থমাস রজার্সের ব্যাটে ভালো শুরু পায় মেলবোর্ন। শুরু থেকেই আক্রমণাত্বক ব্যাটিং করতে থাকেন রজার্স। ইনিংসের ষষ্ঠ ওভারে বোলিংয়ে এসেই তাদের দুজনের ৪৬ রানের উদ্বোধনী জুটি ভাঙেন রিশাদ। ডানহাতি লেগ স্পিনারের ফুলার লেংথ ডেলিভারিতে লং অফের উপর দিয়ে ছক্কা মারতে চেয়েছিলেন রজার্স। তবে টাইমিংয়ে গড়বড় হওয়ায় নিখিল চৌধুরির হাতে ক্যাচ দিয়ে ফিরতে হয় ১৮ বলে ৩০ রান করা বাঁহাতি ওপেনারকে।