আইপিএল থেকে অবসরের ঘোষণা দেয়ার পরই অশ্বিন সিডনি থান্ডারের সঙ্গে পুরো মৌসুমের চুক্তি করেছিলেন। মূলত আইএলটি-টোয়েন্টি লিগে দল না পাওয়ার পরই তিনি অস্ট্রেলিয়ার মাটিতে নতুন চ্যালেঞ্জ নিতে চেয়েছিলেন।
প্রথমে কেবল তিন-চারটি ম্যাচ খেলবার পরিকল্পনা থাকলেও পরে পুরো মৌসুমেই অংশ নেয়ার সিদ্ধান্ত নেন তিনি। কিন্তু ভাগ্য যেন অন্য কিছু লিখে রেখেছিল। চোটের কারণে তাকে এখন বিশ্রামে থাকতে হবে এবং পরবর্তী মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হবে।
এর আগে আইপিএলের গত মৌসুমের মেগা অকশনে ১০.৭৫ কোটি রুপিতে দলে নেয়া হলেও অশ্বিন প্রত্যাশা পূরণ করতে পারেননি। নয় ম্যাচে মাত্র সাত উইকেট নিয়ে শেষ করেন তিনি। সঙ্গে ব্যয়বহুল বল করায় সমালোচনাও শুনতে হয় এই অফ স্পিনারকে।
আইপিএল ছাড়ার সময় অশ্বিন জানিয়েছিলেন, তিনি বিশ্বজুড়ে বিভিন্ন টি-টোয়েন্টি লিগে খেলতে চান। ভারতের নিয়ম অনুযায়ী, কোনো খেলোয়াড় আন্তর্জাতিক ক্রিকেট ও আইপিএল থেকে অবসর নিলে তবেই বিদেশি লিগে অংশ নিতে পারেন, সেই সুযোগটাই নিতে চেয়েছিলেন তিনি।
তবে আপাতত সেই পরিকল্পনা ভেস্তে গেছে চোটের কারণে। সিডনি থান্ডার অবশ্য অশ্বিনের বিকল্প হিসেবে কাকে দলে নেবে তা এখনো জানায়নি।