
চাহালের হ্যাটট্রিকের পর আইয়ারের ব্যাটে জিতল পাঞ্জাব
চেন্নাই সুপার কিংসের বিপক্ষে দারুণ এক জয় তুলে নিয়েছে পাঞ্জাব কিংস। এই ম্যাচে আগে ব্যাট করে ১৯০ রান করে চেন্নাই। জবাবে খেলতে নেমে ২ বল হাতে রেখে ৪ উইকেটের জয় পায় পাঞ্জাব। দলটির জয়ের নায়ক শ্রেয়াস আইয়ার। পাঞ্জাব অধিনায়ক ৪১ বলে ৭২ রানের ঝড়ো ইনিংস খেলে দলকে জিতিয়েছেন।