র্যাঙ্কিংয়ে ১ নম্বরে যেতে চান মিরাজ
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে তিনটি ফাইফারের সঙ্গে একটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার। আর তাতেই র্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন মিরাজ। এ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে আসেন তিনি।