promotional_ad

গ্লোবাল সুপার লিগে অংশ নিচ্ছে রংপুর

শিরোপা জেতার পর রংপুর রাইডার্সের ক্রিকেটাররা
আগামী ১০ জুলাই থেকে গায়ানায় অনুষ্ঠিত হতে যাচ্ছে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) দ্বিতীয় আসর। টুর্নামেন্টে প্রথম আসরের চ্যাম্পিয়ন বাংলাদেশের রংপুর রাইডার্স আবারও অংশ নিতে যাচ্ছে। বিভিন্ন দেশের ফ্র্যাঞ্চাইজি লিগের শীর্ষ দলগুলোকে নিয়ে গত বছরই শুরু হয় গ্লোবাল সুপার লিগ।

promotional_ad

প্রথমবার অংশ নিয়েই দারুণ চমক দেখায় রংপুর রাইডার্স। ৫ দলের লড়াইয়ে তারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। গত আসরে চ্যাম্পিয়ন হওয়ায় এবার তাদের সরাসরি অংশগ্রহের জন্য স্বাগত জানানো হয়। দলটির অংশগ্রহণ নিশ্চিত করেছেন


আরো পড়ুন

হোবার্ট হারিকেন্সের হয়েই জিএসএলে খেলতে চান রিশাদ

১৮ এপ্রিল ২৫
হোবার্ট হ্যারিকেন্সের জার্সিতে রিশাদ হোসেন

জিএসএলের চেয়ারম্যান ও ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার ক্লাইভ লয়েড।


promotional_ad

তিনি বলেছেন, 'আমরা গতবারের চ্যাম্পিয়ন দলকে আবারও স্বাগত জানাতে পেরে আনন্দিত। রংপুর রাইডার্স গত বছর অসাধারণ দক্ষতা ও পেশাদারিত্ব দেখিয়েছে এবং তারা সত্যিকার অর্থেই যোগ্য বিজয়ী। গায়ানায় তাদের ফিরে আসার জন্য আমরা উদগ্রীব হয়ে অপেক্ষা করছি।'


আরো পড়ুন

গ্লোবাল সুপার লিগের হাত ধরে পিএসএলে রিশাদ, লাহোরের ধন্যবাদ

১৮ জানুয়ারি ২৫
বিপিএলে বরিশালের হয়ে খেলেছেন রিশাদ হোসেন (বামে) ও শাহীন আফ্রিদি (ডানে), ক্রিকফ্রেঞ্জি

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) সর্বশেষ আসরে রংপুর রাইডার্স প্লে অফ থেকেই বিদায় নিয়েছিল। তবে তাদের গত আসরের সাফল্যই টুর্নামেন্টের আয়োজকরা বাড়তি গুরুত্ব দিয়েছে। সর্বশেষ বিপিএল চ্যাম্পিয়ন ফরচুন বরিশালের অংশগ্রহণ নিয়ে এখনও ধোঁয়াশা রয়েছে।


তাদের অংশগ্রহণ নিয়ে এখনও কোনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি জিএসএল কর্তৃপক্ষ। পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী জিএসএলের দ্বিতীয় আসর অনুষ্ঠিত হবে ১০ থেকে ১৮ জুলাই। ভেন্যু এখনও চূড়ান্ত হয়নি। এমনকি কয়টি দল অংশ নেবে সেটাও নিশ্চিত হয়নি এখনও। ধারণা করা হচ্ছে জিএসএলের এবারের আসরে দলের অংশ বাড়ছে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball