র‍্যাঙ্কিংয়ে ১ নম্বরে যেতে চান মিরাজ

বাংলাদেশ ক্রিকেট
টেস্ট জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
টেস্ট জার্সিতে মেহেদী হাসান মিরাজ, ক্রিকফ্রেঞ্জি
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
ক্রিকফ্রেঞ্জি ডেস্ক
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট সিরিজে অপ্রতিরোধ্য ছিলেন মেহেদী হাসান মিরাজ। দুই ম্যাচের সিরিজে তিনটি ফাইফারের সঙ্গে একটি সেঞ্চুরি তুলে নিয়েছিলেন এই অলরাউন্ডার। আর তাতেই র‍্যাঙ্কিংয়ে বড় চমক দেখিয়েছেন মিরাজ। এ ধাপ এগিয়ে অলরাউন্ডারদের তালিকায় দুই নম্বরে উঠে আসেন তিনি।

তার রেটিং পয়েন্ট ৩২৭। শীর্ষে থাকা ভারতের রবীন্দ্র জাদেজার (৪০০) সঙ্গে পয়েন্টের ব্যবধান ৭৩। এমন উন্নতির পর র‍্যাঙ্কিংয়ের শীর্ষে ওঠার দিকেই নজর মিরাজের। ফিট থাকা এবং ভালো খেলার বিকল্প দেখছেন না বাংলাদেশের এই অলরাউন্ডার। ধাপে ধাপে উন্নতিতেই নজর তার।

এ প্রসঙ্গে গণমাধ্যমের সঙ্গে আলাপাকালে মিরাজ বলেন, 'অবশ্যই খুবই ভালো লাগার বিষয়। সত্যি কথা বলতে এক নম্বরে আসতে পারলে আরও ভালো লাগবে। লক্ষ্য তো অবশ্যই অনেক উপরে যাওয়ার। দিন শেষে নিজে ফিট থাকতে হবে, ভালো খেলতে হবে, পারফরম্যান্স করতে হবে; তো ওভাবে অনেক বড় চিন্তা করছি না। ছোট ছোট ভাবে এগোতে চেষ্টা করছি।'

জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে প্রথম ইনিংসে ৫ উইকেট নেন মিরাজ। এরপর দ্বিতীয় ইনিংসেও ৫ উইকেট তুলে নেন এই অফ স্পিনার। দুই ফাইফারে ম্যাচে ১০ উইকেট শিকারের কীর্তি গড়েন। যদিও প্রথম টেস্টে বাংলাদেশ জিম্বাবুয়ের কাছে হেরে যায় ৩ উইকেটে।

এরপর চট্টগ্রামে দ্বিতীয় টেস্টে বাংলাদেশ ইনিংস ও ১০৬ রানের জয়ে সিরিজে সমতা ফেরায়। এই ম্যাচে টাইগারদের জয়ের নায়ক মিরাজ। ব্যাট হাতে প্রথম ইনিংসে ১০৪ রানের ইনিংসের পর দ্বিতীয় ইনিংসে বল হাতে নেন ৫ উইকেট। এর ফলে ম্যাচ সেরার পুরষ্কারও হাতে উঠে তার।