ভারতের ৪ ভেন্যুতে নারী বিশ্বকাপ, কলম্বোতে খেলবে পাকিস্তান
দুই দেশের সমঝোতা অনুযায়ী ২০২৪-২০২৭ সালের চক্রে পাকিস্তানে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো নিরপেক্ষ ভেন্যুতে খেলবে ভারত। একইভাবে ভারতে আয়োজিত টুর্নামেন্টের ম্যাচগুলো পাকিস্তানও খেলবে নিরপেক্ষ কোন ভেন্যুতে। সমঝোতা অনুযায়ী আগামী সেপ্টেম্বরে শুরু হতে যাওয়া নারী ওয়ানডে বিশ্বকাপের ম্যাচগুলো ভারতের পরিবর্তে শ্রীলঙ্কার কলম্বোতে খেলবে পাকিস্তান।