একদিনের জন্য প্রোটিয়াদের কোচ হচ্ছেন ব্রড

ব্লেসিং মুজারাবানির সঙ্গে স্টুয়ার্ট ব্রড, ইসিবি
চোকার তকমা এখনও ঘুচাতে পারছে না সাউথ আফ্রিকা। ২০২৩ বিশ্বকাপেও তারা সেমি ফাইনাল থেকে বাদ পড়েছিল। আর ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে ফাইনাল হেরে হৃদয় ভেঙেছে প্রোটিয়াদের। এবার টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে নামতে চলেছে সাউথ আফ্রিকা। তাদের প্রতিপক্ষ অস্ট্রেলিয়া।

promotional_ad

এই গুরুত্বপূর্ণ ফাইনালকে সামনে রেখে খন্ডকালীন বোলিং কোচ হিসেবে স্টুয়ার্ট ব্রডকে নিয়োগ দিয়েছে ক্রিকেট সাউথ আফ্রিকা। ইংল্যান্ডের মাটিতে ব্রডের রেকর্ড দুর্দান্ত। তাই টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালের আগে এই পেসারের কাছ থেকেই দীক্ষা নিতে চান কাগিসো রাবাদা-লুঙ্গি এনগিডিরা।


আরো পড়ুন

‘গিলকে থামাতে ইংল্যান্ডের সবচেয়ে বড় অস্ত্র হতে পারেন আর্চার’

৮ জুলাই ২৫
ফাইল ছবি

ব্রড অবশ্য প্রোটিয়াদের ড্রেসিংরুমে বসে তাদের কোচের দায়িত্ব পালন করবেন না। তিনি একদিনের জন্য প্রোটিয়া পেসারদের সহায়তা করতে আসবেন। জানা গেছে আগামী ৯ জুন পুরো সময়টাই রাবাদা-এনগিডিদের সঙ্গে কাটাবেন ইংল্যান্ডের ইতিহাসের অন্যতম সেরা এই পেসার।


promotional_ad

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্রডের রেকর্ড ছিল অতুলনীয়। সাদা পোশাকের ক্রিকেটে অস্ট্রেলিয়ার বিপক্ষে সবচেয়ে বেশি ১৫৩ উইকেট নিয়েছেন ব্রড। সেইসঙ্গে লর্ডসে আছে তার ১১৩ উইকেট। জেমস অ্যান্ডারসনের (১২৩ উইকেট) পর এই মাঠে দ্বিতীয় সর্বোচ্চ উইকেটশিকারী তিনি। ফলে বোঝাই যাচ্ছে এই কন্ডিশন ও প্রতিপক্ষ সম্পর্কে জ্ঞান নিতে ব্রডের চেয়ে সিদ্ধহস্ত নন আর কেউ।


আরো পড়ুন

বড় জয়ে সিরিজ শুরু বাংলাদেশের যুবাদের

১৭ জুলাই ২৫
ক্রিকেট সাউথ আফ্রিকা

উদাহরণস্বরূপ অজি ব্যাটার স্টিভ স্মিথকে ১১ বার আউট করেছেন ব্রড। আরেক ব্যাটার উসমান খাওয়াজাকে সাজঘরে ফিরিয়েছেন ৮ বার। আর আরেক ওপেনার ট্রাভিস হেড ব্রডের শিকার হয়েছেন ৭বার। নিশ্চিতভাবেই ব্রডের পরামর্শ পেয়ে বড় প্রভাব রাখতে পারেন রাবাদা-মার্কো জানসেনরা।


আগামী ১১ জুন ইংল্যান্ডের বিখ্যাত লর্ডস স্টেডিয়ামে অস্ট্রেলিয়া এবং সাউথ আফ্রিকা টেস্ট চ্যাম্পিয়নশিপ ফাইনালে মাঠে নামবে। এই ম্যাচের আগে কন্ডিশনের সঙ্গে মানিতে নিতে জিম্বাবুয়ের বিপক্ষে একটি টেস্ট খেলবে প্রোটিয়ারা। এই ম্যাচটি শুরু হবে ৩ জুন থেকে।



আরো খবর

সম্পাদক এবং প্রকাশক: মোঃ কামাল হোসেন

বাংলাদেশের ক্রিকেট জগতে এক অপার আস্থার নাম ক্রিকফ্রেঞ্জি। সুদীর্ঘ ১০ বছর ধরে ক্রিকেট বিষয়ক সকল সংবাদ পরম দায়িত্ববোধের সঙ্গে প্রকাশ করে আসছে ক্রিকফ্রেঞ্জি। প্রথমে শুধুমাত্র সংবাদ দিয়ে শুরু করলেও বর্তমানে ক্রিকফ্রেঞ্জি একটি পরিপূর্ণ অনলাইন মিডিয়া প্ল্যাটফর্ম।

মেইল: cricfrenzy@gmail.com
ফোন: +880 1305-271894
ঠিকানা: ২য় তলা , হাউজ ১৮, রোড-২
মোহাম্মাদিয়া হাউজিং সোসাইটি,
মোহাম্মাদপুর, ঢাকা
নিয়োগ ও বিজ্ঞপ্তি
বিজ্ঞাপনের জন্য যোগাযোগ
নিয়ম ও শর্তাবলী
নীতিমালা
© ২০১৪-২০২৪ ক্রিকফ্রেঞ্জি । সর্বস্বত্ব সংরক্ষিত
footer ball