অবিশ্বাস্য ব্যাটিং ধসে বাংলাদেশের হার
পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান তামিমের ব্যাটে ভালো শুরুই পেয়েছিল বাংলাদেশ। অভিষিক্ত ইমন ইনিংস বড় করতে না পেরে ফিরলেও বাংলাদেশকে ঠিক পথেই রেখেছিলেন তানজিদ ও নাজমুল হোসেন শান্ত। তানজিদের হাফ সেঞ্চুরিতে জুটির পঞ্চাশও পেরিয়ে যায়। সফরকারীদের রান যখন একশ তখন রান আউটে কাটা পড়েন শান্ত। তবুও হাতে ৮ উইকেট থাকায় কলম্বোতে জয়টা বাংলাদেশের পাওয়ার কথা। অথচ শান্ত ফেরার সঙ্গে সঙ্গেই কলম্বোতে ধস নামল বাংলাদেশের।