নিয়মিত অধিনায়ক টেম্বা বাভুমা কুঁচকির চোটে পড়েছিলেন টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে। ফলে তিনি জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজে খেলতে পারছেন না। এদিকে মহারাজ না থাকায় সিরিজের শেষ টেস্টে প্রোটিয়াদের নেতৃত্ব দেবেন উইয়ান মুল্ডার।
৬ জুলাই শুরু হবে সিরিজের দ্বিতীয় এবং শেষ টেস্ট। সিরিজের প্রথম টেস্টে মহারাজ ৪টি উইকেট নিয়েছিলেন এবং দ্বিতীয় ইনিংসে হাফ সেঞ্চুরি করে প্রোটিয়াদের বড় সংগ্রহে দারূন অবদান রাখেন।
মহারাজ মূলত প্রথম টেস্টের তৃতীয় দিনে ব্যাটিং করার সময় গোড়ালিতে চোট পান। সেই চোটই তাকে ছিটকে দিয়েছে সিরিজের শেষ টেস্ট থেকে। মুল্ডার এবারই প্রথমবার প্রথম শ্রেণির ক্রিকেটে প্রোটিয়াদের নেতৃত্ব দিতে যাচ্ছেন।
অধিনায়ক হিসেবে তার একমাত্র অভিজ্ঞতা ছিল ২০২২ সালের ওয়ান ডে কাপের কোয়ার্টার-ফাইনালে লেস্টারশায়ারের নেতৃত্ব দেয়া। সেই ম্যাচে মুল্ডার মাঠে নেমেছিলেন কেন্টের বিপক্ষে।
সিরিজের দ্বিতীয় টেস্টে মহারাজের পরিবর্তে দলে নেয়া হয়েছে বাঁহাতি স্পিনার সেনুরান মুথুস্বামীকে। এদিকে দ্বিতীয় টেস্টে যোগ দেয়ার কথা ছিল লুঙ্গি এনগিডির। তাকে স্কোয়াড থেকে রিলিজ দেয়া হয়েছে।