দিল্লির একাধিক সরকারি সূত্রকে উদ্ধৃত করে বিবিসি বাংলা জানিয়েছে, বাংলাদেশ সফরের জন্য বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই) এখনো কেন্দ্রীয় সরকারের অনুমোদন পায়নি। এ অবস্থায় নির্ধারিত সময়ে সিরিজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা কম।
বিবিসি বাংলার খবরে বলা হয়, 'রাজনৈতিক কারণে ভারত সরকার এই সফরে সম্মতি দিচ্ছে না, এমন ইঙ্গিত মিলছে।' সূত্রমতে, বর্তমান দ্বিপক্ষীয় সম্পর্ক ও বাংলাদেশ সংক্রান্ত ভারতের অভ্যন্তরীণ আলোচনার প্রেক্ষাপটে এ সফর ইতিবাচক বার্তা দিতে পারে না—এমনটাই ভাবছে দিল্লি।
সূচি অনুযায়ী, ১৭ আগস্ট মিরপুরে প্রথম ওয়ানডে দিয়ে শুরু হওয়ার কথা সিরিজের। ৩১ আগস্ট সিরিজ শেষ করে ১ সেপ্টেম্বর ভারতের ঢাকা ছাড়ার কথা। তবে টাইমস অব ইন্ডিয়ার এক প্রতিবেদনে বলা হয়েছিল, বাংলাদেশের এক সাবেক সামরিক কর্মকর্তার মন্তব্য এবং সাম্প্রতিক কিছু কূটনৈতিক ঘটনার কারণে সফর অনিশ্চিত হয়ে পড়েছে।
উল্লেখ্য, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই মন্তব্যের সঙ্গে সরকারের কোনো সম্পর্ক নেই বলে আগেই জানিয়েছিল। তবু টাইমস অব ইন্ডিয়া আরও জানায়, 'এফটিপির অংশ হলেও বর্তমান পরিস্থিতিতে সফর স্থগিত হওয়ার সম্ভাবনাই বেশি।'
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল গত ৩০ জুন বোর্ড সভা শেষে বলেন, 'আমরা আগের সূচি অনুযায়ী সিরিজটি আয়োজন করতে চাই। ভারত যদি আগস্টে না আসে, তাহলে ভবিষ্যতে ফাঁকা সময়ে সিরিজটি আয়োজনের চেষ্টা করা হবে।'
ভারতের সংবাদমাধ্যমগুলোর মতে, সফর না হওয়ার পেছনে মূলত নিরাপত্তা বিষয়ক উদ্বেগ এবং রাজনৈতিক অনুমোদনের ঘাটতি রয়েছে। আগস্টে সিরিজ না হলে, বছরের বাকি সূচি অনুযায়ী ভারত-বাংলাদেশ সিরিজ আয়োজন করা প্রায় অসম্ভব হয়ে পড়বে।