মিরাজের কাছে শামীমের পারফরম্যান্স ‘অবিশ্বাস্য’
টানা অফ ফর্মের জন্য লিটন দাসের বাদ পড়াটা অনুমেয়ই ছিল। ওয়ানিন্দু হাসারাঙ্গা, কামিন্দু মেন্ডিসদের সামলাতে একাদশে বাঁহাতি ব্যাটার বাড়ানোর পরিকল্পনাও ছিল টিম ম্যানেজমেন্টের। ব্যাটে-বলে মিলে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে একাদশে সুযোগটা মেলে শামীম হোসেন পাটোয়ারির। লিটনের জায়গায় খেলতে নামায় স্বাভাবিকভাবেই বাড়তি চাপ ছিল বাঁহাতি ব্যাটারের উপর।