আমি দায়িত্ব এবং চ্যালেঞ্জ নিতে ভালোবাসি: সিরাজ

ছবি: ৬ উইকেট নেয়ার পর মোহাম্মদ সিরাজ, ফাইল ফটো

ম্যাচে তৃতীয় দিন শেষে শক্ত অবস্থানে ভারত। প্রথম ইনিংসে ভারতের ৫৮৭ রানের জবাবে ইংল্যান্ড থেমেছে ৪০৭ রানে। ১৮০ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ভারত তুলেছে এক উইকেটে ৬৪ রান। সফরকারীদের লিড দাঁড়িয়েছে ২৪৪ রানে।
ইংল্যান্ড সফরে সিরাজ ২৫-৩০ উইকেট নিলেও অবাক হবেন না নেহরা
৩০ জুন ২৫
দিনের খেলা শেষে সিরাজ বলেন, 'এটা অবিশ্বাস্য কারণ আমি দীর্ঘ সময় ধরে অপেক্ষা করছিলাম। আমি ভালো বোলিং করছিলাম কিন্তু উইকেট পাচ্ছিলাম না। এখানে (ইংল্যান্ডের মাঠে) আমি কেবল চার উইকেটের বেশি নিতে পারিনি, তাই ছয় উইকেট পাওয়া আমার জন্য খুবই বিশেষ।'

ইংল্যান্ডের ইনিংসে শুরুতে ২৫ রানের মধ্যে তিন উইকেট হারায় স্বাগতিকরা। আকাশ দিপ ও সিরাজ এই সাফল্য এনে দেন। এরপর রুট-ব্রুক জুটি প্রতিরোধ গড়লে সিরাজ তৃতীয় দিনের সকালে রুট ও স্টোকসকে ফিরিয়ে ফের চাপ তৈরি করেন।
আবারও ভারতের নাটকীয় ধ্বসের অপেক্ষায় ইংল্যান্ড
২ ঘন্টা আগে
ব্রুক ও জেমি স্মিথের জুটিতে ইংল্যান্ডের স্কোরবোর্ড আবার চাঙা হয়। তারা ৩০৩ রানের জুটি গড়েন। এই জুটি ভাঙেন আকাশ, এরপর সিরাজ লেজের সারিতে আঘাত করে ইনিংস গুটিয়ে দেন।
সিরাজ বলেন, 'উইকেট খুব স্লো ছিল কিন্তু যখন আপনাকে আক্রমণভাগের নেতৃত্ব দেয়ার দায়িত্ব দেওয়া হয়, তখন আমার লক্ষ্য ছিল খুব বেশি চেষ্টা না করে কেবল সঠিক জায়গায় বল করা এবং নিয়মানুবর্তিতা বজায় রাখা।'
সিরাজ মনে করছেন তরুণ পেসারদের পাশে থেকে দায়িত্বটা তিনিই কাঁধে তুলে নিয়েছেন। তার ভাষায়, 'এটা আকাশের তৃতীয় বা চতুর্থ ম্যাচ, প্রসিধের জন্যেও একই, তাই আমি কেবল ধারাবাহিক থাকার এবং চাপ বজায় রাখার উপর মনোযোগ দিচ্ছিলাম। আমি দায়িত্ব নিতে ভালোবাসি, আমি চ্যালেঞ্জ ভালোবাসি। আমরা এই মুহূর্তে বেশ এগিয়ে আছি।'